সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরে খোঁজ চালানোর পর অবশেষে উদ্ধার করা গেল ৯০০ বছরের পুরনো একটি বুদ্ধ মূর্তি। ঐতিহাসিক এই মূর্তিটি অরুণাচল প্রদেশ থেকে চুরি গিয়েছিল।
পুলিশ সূত্রে খবর, রাজধানী দিল্লির ‘মজনু কা টিলা’ এলাকা থেকে সোমবার পাওয়া গিয়েছে এই মূর্তি। ঘটনায় অভিযুক্ত দু’জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে দিল্লির অপরাধদমন শাখা। মূর্তিটি কোন বৌদ্ধ মঠ থেকে কবে চুরি গিয়েছিল, সে সম্বন্ধে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অভিযুক্তদের জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, মূর্তিটি কীভাবে অরুণাচল প্রদেশ থেকে দিল্লিতে এসে পৌঁছেছিল। এমন দুর্মূল্য মূর্তি উদ্ধারকে পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
[গ্রেপ্তার ইয়াসিন মালিক, ভেস্তে গেল বিচ্ছিন্নতাবাদীদের বৈঠক]
[ভারতীয় বংশোদ্ভূত কিশোরীকে বর্ণবৈষম্যের খোঁচা মার্কিন টেলিভিশনে]
The post রাজধানী থেকে উদ্ধার ৯০০ বছরের পুরনো বুদ্ধ মূর্তি appeared first on Sangbad Pratidin.