shono
Advertisement
AAP

'লোকসভা শেষ, জোটও শেষ', 'INDIA'র সুতো ছিড়ে বিহারে একা লড়াইয়ে ঘুঁটি সাজাচ্ছে আপ

বিহারে ২৪৩ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা আপের।
Published By: Amit Kumar DasPosted: 03:57 PM Jun 02, 2025Updated: 03:58 PM Jun 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে তৈরি হওয়া 'ইন্ডিয়া' জোটের সুতো ছিঁড়ল আম আদমি পার্টি। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে একক দক্ষতায় লড়াইয়ে নামার হুঁশিয়ারি কেজরির দলের। আপের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, 'আমরা কোনও জোটের অংশ নই।' এই ঘোষণা বিহার বিধানসভা ভোটের আগে ইন্ডিয়াতে ভাঙনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আপের জাতীয় মুখপাত্র অনুরাগ ধান্ডা বলেন, "আম আদমি পার্টি এখন আর কোনও জোটের অংশ নয়। আমাদের নিজেরাই যথেষ্ট শক্তিশালী। আর সেই শক্তিতেই এগিয়ে চলব আমরা।" পাশাপাশি ইন্ডিয়া জোট প্রসঙ্গে তিনি জানান, "ওই জোট তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনকে মাথায় রেখে। সেই নির্বাচন শেষ হয়েছে, জোটও শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আর কোনও জোটের অংশ নই।" অর্থাৎ আপের তরফে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে বিহারে একাই লড়াইয়ে নামছে আপ।

অবশ্য জোটের সুতো বহু আগেই ছিঁড়েছে আম আদমি পার্টি। গত বছর দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে একাই লড়েছিল কেজরির দল। সেখানে লজ্জার হারের পর কিছুটা মুষড়ে পড়লেও নতুন করে দলকে সাজাতে উঠেপড়ে লেগেছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়ারা। আপ সূত্রের খবর, বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যগুলিকে দুটি ভাগে ভাগ করেছে আপ। 'A' তালিকাভুক্ত করা হয়েছে সেইসব রাজ্যগুলিকে যেখানে বেশিরভাগ আসনেই প্রার্থী দেবে আপ। এই তালিকায় রয়েছে গুজরাট, হিমাচল প্রদেশ, অসম, উত্তরাখণ্ড, পাঞ্জাব, দিল্লি, গোয়া। এই রাজ্যগুলিতে আপ সাংগঠনিকভাবে কিছুটা হলেও শক্তিশালী। অন্যদিকে, 'B' শ্রেণিতে রাখা হচ্ছে সেইসব রাজ্যকে যেখানে সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল আপ।

তবে বিহারে আপ সেভাবে শক্তিশালী না হলেও এই রাজ্যে আম আদমি পার্টির ইনচার্জ অজেশ যাদব জানান, "বিহারে একাই লড়বে আম আদমি পার্টি। এনিয়ে কোনও সংশয় থাকা একেবারেই উচিত নয়। আপাতত বুথস্তরে সংগঠনকে জোরদার করতে মনোনিবেশ করেছি আমরা। এখানে ২৪৩টি আসনেই প্রার্থী দেওয়া হবে।" আসন্ন বিহার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তালিকায় একদিকে রয়েছে বিজেপি ও তার সঙ্গী এনডিএ জোট, অন্যদিকে আরজেডি-কংগ্রেস, পাশাপাশি জন সুরজ পার্টিও এবার কোমর বেঁধে নামছে বিহারে। এসবের মাঝে জোটের সুতো ছিঁড়ে সবকটি আসনে প্রার্থী দিয়ে আপ কতখানি লাভের গুড় খেতে পারবে তা অবশ্য সময়ই বলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভা নির্বাচনের আগে তৈরি হওয়া 'ইন্ডিয়া' জোটের সুতো ছিঁড়ল আম আদমি পার্টি।
  • আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে একক দক্ষতায় লড়াইয়ে নামার হুঁশিয়ারি কেজরির দলের।
  • আপের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, 'আমরা কোনও জোটের অংশ নই।'
Advertisement