shono
Advertisement
Abhishek Banerjee

মমতাকে ফোন রিজিজুর, অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে কেন্দ্রীয় দলে অভিষেক

দলের তরফ থেকে প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন মমতা।
Published By: Subhankar PatraPosted: 01:09 PM May 20, 2025Updated: 02:46 PM May 20, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: বিশ্বমঞ্চে সন্ত্রাসী পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলের এক্স হ্যান্ডেলের পোস্টে জানানো হয়, দলের তরফে কেন্দ্রীয় সরকারের 'ডেলিগেশন টিমে'-র প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সূত্রের খবর, আজ মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। প্রতিনিধি বাছাই নিয়ে মমতার 'অসন্তোষ' মেটাতেই ফোন। তারপরই এই সিদ্ধান্ত বলে খবর। 

Advertisement

পাকিস্তানের কুকীর্তি বিশ্বমঞ্চে তুলে ধরতে সব দলের সাংসদদের নিয়ে বিশেষ দল গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এমন মোট ৭টি দল গঠিত হয়েছে। তার মধ্যে একটিতে জায়গা দেওয়া হয়েছিল তৃণমূলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে। এই বিষয়ে দলের মতামত না নেওয়ায় 'ক্ষুণ্ণ' হন তৃণমূল সুপ্রিমো মমতা। তৃণমূল নেত্রী বারবার জানিয়েছেন, দেশের স্বার্থে তাঁর দল কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে। কিন্তু বিশেষ প্রতিনিধি দল গঠনের ক্ষেত্রে কেন তৃণমূলের প্রতিনিধি কে হবেন তা নিয়ে আলোচনা হল না? প্রশ্ন তোলেন 'ক্ষুব্ধ' মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বিষয়ে আজ মঙ্গলবার মমতাকে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সেই কথাবার্তার পর পাকিস্তানের জঙ্গিবাদকে মদত দেওয়া ও অন্যান্য কর্মকাণ্ড তুলে ধরতে অভিষেকের নাম প্রস্তাব করেন নেত্রী।

কিন্তু পাঠানকে ছেড়ে অভিষেক কেন? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক উঠতি তরুণ নেতা। তিনি দেশ, রাজ্য, বিদেশ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। সেখানে ইউসুফ রাজনীতিতে নতুন। পাঠান জনপ্রিয় মুখ হলেও অভিষেক অভ্যন্তরীণ বিষয়ে যতটা ওয়াকিবহল, তিনি ততটা নন। সূত্রের খবর, এই কারণগুলির জন্যই পাঠানের বদলে অভিষেকের নাম প্রস্তাব করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বমঞ্চে সন্ত্রাসী পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • তৃণমূলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, দলের তরফে কেন্দ্রীয় সরকারের তৈরি করা 'ডেলিগেশন টিমে' প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন মমতা।  
  • সূত্রের খবর, আজ মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
Advertisement