shono
Advertisement
Corona Virus In India

ফের বাড়ছে করোনার চোখরাঙানি, দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার পার!

রবিবারই দেশজুড়ে ২৫৭ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন।
Published By: Anwesha AdhikaryPosted: 11:50 AM May 26, 2025Updated: 01:11 PM May 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভারতে (India) চোখ রাঙাতে শুরু করল কোভিড (Corona Virus)। দেশে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ফের হাজার পেরিয়ে গেল। বেশ কয়েকটি রাজ্যে একদিনে একাধিক কোভিড টেস্ট পজিটিভ হওয়ার খবর মিলছে। সবমিলিয়ে, আবারও আতঙ্ক বাড়ছে কোভিড নিয়ে।

Advertisement

কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯ জন। রবিবার একদিনেই দেশজুড়ে ২৫৭ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। বেঙ্গালুরুতে কোভিড আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রেও লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। একদিনেই সেরাজ্যে ৪৩ জন কোভিড আক্রান্ত হয়েছেন।

কোভিড ঘিরে আতঙ্ক বাড়ছে বঙ্গেও। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় আরও বেশ কয়েকজনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস। পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা ১১। তাঁরা সকলেই সরকারি, বেসরকারি হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন সকলে। শ্বাসকষ্ট-সহ অন্যান্য উপসর্গের প্রতি নজর রাখা হচ্ছে, যাতে বোঝা যায় করোনা ভাইরাস আদতে তাঁদের শরীরে কতটা প্রভাব ফেলেছে।

করোনা পরিস্থিতির এহেন চিত্র দেখে বিশেষজ্ঞ মহলের মত, পুরনো কোভিড বিধি ফিরতে চলেছে। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও শ্বাসকষ্টে ভুগতে থাকা মানুষজনের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, নতুন করে করোনার ঢেউ এলে তা মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত। অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা আমাদের জীবনে অন্যান্য রোগের মতোই স্বাভাবিক হয়ে গেল। দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত হতে বারণ করছেন চিকিৎসকরা। তবে জ্বর, ঠাণ্ডা লাগা, ব্যথার মতো উপসর্গের থেকে আমজনতাকে সতর্ক থাকতে বলছেন তাঁরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯ জন।
  • কোভিড ঘিরে আতঙ্ক বাড়ছে বঙ্গেও। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় আরও বেশ কয়েকজনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস।
  • করোনা পরিস্থিতির এহেন চিত্র দেখে বিশেষজ্ঞ মহলের মত, পুরনো কোভিড বিধি ফিরতে চলেছে।
Advertisement