সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর এক টুইটেই দেশ জুড়ে নিন্দার ঝড় বয়েছিল। এবার সেই বিতর্কিত টুইট অ্যাকাউন্ট থেকে মুছে ফেললেন বিজেপি সাংসদ তথা প্রথ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। তিনদিন আগে তিনি টুইট করেছিলেন, যে কাশ্মীরি যুবককে জিপের সামনে বেঁধে ঘুরিয়েছিল সেনা, তাঁর বদলে অরুন্ধতী রায়কে ঘোরানো হোক। এই টুইটের জেরেই ছড়ায় বিতর্ক। দেশ জুড়ে সমালোচনার মুখে পড়তে হয় পরেশকে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরের জেরে দাবানলের ছড়াতে থাকে টুইটটি। রাজনীতিবিদ থেকে বিদ্বজ্জন, প্রত্যেকেই তীব্র নিন্দা করেন এই মন্তব্যের।
Instead of tying stone pelter on the army jeep tie Arundhati Roy !
— Paresh Rawal (@SirPareshRawal) May 21, 2017
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ আন্দোলনকে আরও উসকে দেওয়ার অভিযোগ এর আগেও উঠেছে অরুন্ধতীর বিরুদ্ধে। কিন্তু কোনও কিছুই দমাতে পারেনি তাঁকে। তিনি নিজের মতো কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদ আন্দোলনের পাশে দাঁড়িয়ে দেশের সরকারের সমালোচনা করে গিয়েছেন। সেই থেকেই শাসকদলের সাংসদ পরেশ রাওয়াল সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন অরুন্ধতী। কিন্তু সেই কটাক্ষের মাত্রা শালীনতার সীমা ছাড়ায় বলে অভিযোগ। বাধ্য হয়েই সেই বিতর্কিত টুইটটি ডিলিট করেছেন সাংসদ। তবে পাকিস্তানি মিডিয়া অরুন্ধতী রায়কে উদ্ধৃত করে রিপোর্ট করে, লেখিকা বলেছেন, ‘কাশ্মীরের উপর ভারতের আগ্রাসন লজ্জাজনক এবং কাশ্মীরিদের আন্দোলন নয়া দিল্লি রুখতে পারবে না।’ সূত্রের খবর, এই খবর চাউর হতেই নাকি পরেশ রাওয়াল এমন টুইট করেন। তবে পরে জানা যায়, পুরো খবরটিই ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাক মিডিয়ার রটানো। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।
[‘পাথর নিক্ষেপকারীকে নয়, অরুন্ধতী রায়কে বাঁধা হোক জিপের সামনে’]
The post চাপে পড়ে অরুন্ধতীকে নিয়ে বিতর্কিত টুইট মুছলেন পরেশ রাওয়াল appeared first on Sangbad Pratidin.
