আবারও প্রেমের পরিণতি মর্মান্তিক! প্রেমিকার গলা কেটে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে স্কুটি নিয়ে গোটা শহর ঘুরে বেড়ালেন প্রেমিক। প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে। দেশজুড়ে হইচই ফেলা শ্রদ্ধা ওয়াকার খুনের স্মৃতি ফিরল আগ্রায়।
জানা যাচ্ছে, সন্দেহের বশেই প্রেমিকাকে খুন করেছেন বিনয় নামের অভিযুক্ত ওই যুবক। ঘটনাটি ঘটেছে গত ২৩ জানুয়ারি আগ্রার ট্রান্স যমুনা থানা এলাকার পার্বতী বিহারে। পুলিশের জিজ্ঞাসাবাদে বিনয় জানান যে, তিনি এবং তাঁর প্রেমিকা একই অফিসে কাজ করতেন। তাঁর সন্দেহ ছিল, তাঁকে মিথ্যে বলে অন্য পুরুষের সঙ্গে ডেটিং করছেন প্রেমিকা। এই সন্দেহের জেরে গত ২৩ জানুয়ারি বিনয় তাঁর প্রেমিকাকে অফিসে ডেকে পাঠান। ঝামেলা হওয়ার সময় রাগে প্রেমিকার উপর ছুরিকাঘাত করেন। কুপিয়ে খুন করে তাঁর মাথা ও পা কেটে ফেলে দেহটি একটি বস্তায় ভরে নেন।
এরপর অভিযুক্ত মেয়েটির স্কুটারেই তাঁর বস্তাবন্দি দেহ চাপিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে যমুনা সেতুতে নিয়ে গিয়ে ফেলে দেন। আর প্রেমিকার কাটা মুণ্ডু ড্রেনে ফেলে দেন বিনয়। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন। মৃত তরুণীর মাথা এখনও উদ্ধার করা যায়নি।
গত বছর ১৮ মে দিল্লির মেহেরৌলিতে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। খুনের পর লিভ-ইন সঙ্গী শ্রদ্ধার দেহ ৩৫টি টুকরো করে আফতাব। প্রথমে তা রেখে দেয় ফ্রিজে। এরপর দিল্লির বিভিন্ন জায়গায় তা ফেলতে থাকে সে। সেই ঘটনার পুনরাবৃত্তি হল আগ্রায়।
