shono
Advertisement
Ahmedabad Plane Crash

টাটার পর এয়ার ইন্ডিয়া, নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা বিমান সংস্থার

নিহতদের পরিবারের পাশে এয়ার ইন্ডিয়া।
Published By: Subhodeep MullickPosted: 06:42 PM Jun 14, 2025Updated: 07:28 PM Jun 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু এবার ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। এর আগে টাটা গোষ্ঠী নিহতদের পাশে দাড়িয়ে পরিবার পিছু ১ কোটি টাকা আর্থিক সহায্যের ঘোষণা করেছিল।

Advertisement

শনিবার এয়ার ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে লেখে, ‘এই কঠিন সময়ে নিহত যাত্রীদের পরিবারের পাশে আমরা আছি। তাদের সবরকম সহায়তা করবে বিমানসংস্থাটি। বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি, এই দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তিকেও একই পরিমাণ আর্থিক সাহায্য করা হবে।’ 

এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন একটি ভিডিও বার্তায় বলেন, "অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা। গোটা বিমানটি ধ্বংস হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে আহমেদাবাদে ১০০ জন পরিচর্যাকারী এবং ৪০ জন ইঞ্জিনিয়ারকে মোতায়েন করা হয়েছে।" দুর্ঘটনায় আহত মেডিক্যাল কলেজের পড়ুয়াদের প্রতিও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২৪১ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় ১জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু এবার ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া।
  • এর আগে টাটা গোষ্ঠী নিহতদের পাশে দাড়িয়ে পরিবার পিছু ১ কোটি টাকা আর্থিক সহায্যের ঘোষণা করেছিল।
Advertisement