shono
Advertisement

Breaking News

Air India

ইরান-ইজরায়েল সংঘাতে বারুদের স্তূপে মধ্যপ্রাচ্য! তেল আভিভগামী সমস্ত উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার

কবে পর্যন্ত বন্ধ ইজরায়েলগামী উড়ান?
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:30 PM Aug 02, 2024Updated: 03:08 PM Aug 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় হামাস বনাম ইজরায়েল যুদ্ধে আগে থেকেই উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য। হামলা পালটা হামলা সব কিছুই এখনও জারি। এর মাঝেই ইরানের তেহরানে খুন হয়েছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ। এতে তেড়েফুঁড়ে উঠেছে ইসলামিক দেশটি। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা করেছে ইরান! ফলে কার্যত দাবানল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে আগামী ৮ আগস্ট পর্যন্ত দিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া।    

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস সূত্রে খবর, ইসমাইল হানিয়েহর হত্যার বদলা নিতে ইজরায়েলের উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের ‘সর্বশক্তিমান’ সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। ফলে যেকোনও সময় ইহুদি দেশটির উপর ভয়ংকর আঘাত হানতে পারে তেহরান। এই আবহে আজ, শুক্রবার, ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, 'মধ্যপ্রাচ্যের কিছু অংশে চলমান পরিস্থিতির কারণে আমরা ৮ আগস্ট ২০২৪ পর্যন্ত দিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত সমস্ত উড়ান অবিলম্বে স্থগিত করা হয়েছে। তেল আভিভ থেকেও কোনও ফ্লাইট ভারতে আসবে না। আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। তেল আভিভগামী বিমানের টিকিট বাতিল করলে একবারের ক্যান্সেলেশন চার্জ মকুব করা হবে। যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাই প্রধান বিষয় আমাদের কাছে। যে কোনও তথ্যের জন্য, অনুগ্রহ করে 011-69329333 / 011-69329999 নম্বরে যোগাযোগ করুন।' 

[আরও পড়ুন: ভোটে লড়ার বয়স ২৫ থেকে কমিয়ে ২১ করা হোক, দাবি উঠল সংসদে

উল্লেখ্য, গত ৩০ জুলাই, মঙ্গলবার, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়েহ। এর কয়েক ঘণ্টা পরই খুন করা হয় তাঁকে। খামেনেই-সহ ইরানের শীর্ষ নেতাদের মতে, ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদই হত্যা করেছে হামাস প্রধানকে। তারই বদলা নিতে পেজেস্কিয়ান ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেন খামেনেই। সেখানেই ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার। যদিও এই ঘটনার দায় স্বীকার করেনি ইজরায়েল। কিন্তু ইরান একবার হামলা শুরু করলে মধ্যপ্রাচ্য আরও ভয়ংকর হয়ে উঠবে। ফলে পরিস্থিতির গুরুত্ব বুঝে সকলের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গাজায় হামাস বনাম ইজরায়েল যুদ্ধে আগে থেকেই উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য। হামলা পালটা হামলা সব কিছুই জারি।
  • এর মাঝেই ইরানের তেহরানে খুন হয়েছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ। এতে তেড়েফুঁড়ে উঠেছে ইসলামিক দেশটি।
  • এই পরিস্থিতিতে আগামী ৮ আগস্ট পর্যন্ত দিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া।  
Advertisement