shono
Advertisement
Ajit Pawar

২০২৩ সালেও ঘটেছিল দুর্ঘটনা! অজিত পওয়ারের মৃত্যুতে আলোচনায় 'অভিশপ্ত' লিয়ারজেট ৪৫

সংস্থার দেওয়া তথ্যানুসারে, ১৫ বছরের পরিষেবায় এই বিমানের যাত্রীসন্তুষ্টি ৯৯ শতাংশ। বিমানটিতে কোনও নিরাপত্তাজনিত সমস্যা ছিল না বলেই দাবি কর্মকর্তাদের।
Published By: Biswadip DeyPosted: 12:56 PM Jan 28, 2026Updated: 01:01 PM Jan 28, 2026

বুধবার সকালে বারামতিতে ভেঙে পড়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান। এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত সেরাজ্য তথা দেশের রাজনৈতিক মহল। আলোচনায় রয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিও। জানা গিয়েছে, এই একই মডেলের বিমান এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল!

Advertisement

২০২৩ সালে ১৪ সেপ্টেম্বর মাটিতে আছড়ে পড়ে লিয়ারজেট ৪৫ এক্সআর। যে সংস্থা এই বিমান তৈরি করেছে তার নাম ভিটি-ডিবিএল। সেবার দুর্ঘটনা ঘটেছিল মুম্বই বিমানবন্দরে। তবে সেবার বিমানে কোনও যাত্রী ছিল না। বিশাখাপত্তনম থেকে মুম্বই নামার পর সময়ই ঘটে যায় দুর্ঘটনা। মূলত প্রবল বৃষ্টি ও দৃশ্যমানতার অভাবেই সেবার বিপর্যয় ঘটেছিল বলে জানা যায়।

২০২৩ সালে ১৪ সেপ্টেম্বর মাটিতে আছড়ে পড়ে লিয়ারজেট ৪৫ এক্সআর। যে সংস্থা এই বিমান তৈরি করেছে তার নাম ভিটি-ডিবিএল। সেবার দুর্ঘটনা ঘটেছিল মুম্বই বিমানবন্দরে।

কিন্তু বুধবারের দুর্ভাগ্য ছিল আরও ভয়াবহ। জানা গিয়েছে, বারামতি বিমানবন্দরে অবতরণের সময় প্রথম বার ব্যর্থ হয়েছিলেন পাইলট। তার পর আবার অবতরণের চেষ্টা করেন তিনি। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। বিমানটিতে অজিত-সহ পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ছিলেন উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং দু’জন ছিলেন বিমানকর্মী। অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ জানাচ্ছে, দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। বারামতি বিমানবন্দরের ম্যানেজার শিবাজি তাওয়াড়ে জানান, ভিটি-এসএসকে বিমানটি রানওয়েতে অবতরণের চেষ্টা করার সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। অবতরণের সময়ে রানওয়ের একটি ধারে ভেঙে পড়ে লিয়ারজেট ৪৫। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি দল বারামতি বিমানবন্দরে পাঠাচ্ছে ডিজিসিএ। এর মধ্যেই আলোচনায় বিমানটির অতীত ইতিহাসও। তবে ভিএসআর ভেঞ্চারসের কর্মকর্তারা দাবি করেছেন, বিমানটিতে কোনও নিরাপত্তাজনিত সমস্যা ছিল না। এদিকে সংস্থার দেওয়া তথ্যানুসারে, ১৫ বছরের পরিষেবায় এই বিমানের যাত্রীসন্তুষ্টি ৯৯ শতাংশ।

দাদার মৃত্যুসংবাদ পেয়ে রাজনৈতিক বিবাদ ভুলে ছুটে গিয়েছেন শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। একের পর এক নেতা শোকপ্রকাশ করেছেন অজিতের প্রয়াণে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত বারামতিরই জনপ্রতিনিধি ছিলেন অজিত। সাংসদ, বিধায়ক-সমস্ত পদ পেয়েছেন বারামতি থেকে। যে বারামতি থেকে রাজনৈতিক কেরিয়ারের শ্রীবৃদ্ধি ঘটেছিল, সেই বারামতির মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অজিত পওয়ার।

বারামতি বিমানবন্দরে অবতরণের সময় প্রথম বার ব্যর্থ হয়েছিলেন পাইলট। তার পর আবার অবতরণের চেষ্টা করেন তিনি। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। বিমানটিতে অজিত-সহ পাঁচ জন ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement