সোনার গয়নার প্রতি মহিলাদের অমোঘ আকর্ষণ। তাই অনেকেই একটু হলেও সোনার গয়না কিনতে চান। বর্তমানে সোনার দাম হু হু করে বাড়লেও আকর্ষণে ভাঁটা পড়ে না। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, সোনার গয়নার সঙ্গে নাকি জড়িয়ে রয়েছে আপনার ভাগ্য। আপনার সুখসমৃদ্ধি নাকি সোনার গয়না কীভাবে পরছেন তার উপর নির্ভরশীল। তাই হলুদ ধাতু পরার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানা প্রয়োজন। নইলে হতে পারে ঘোর সর্বনাশ।
Advertisement
জেনে নিন ঠিক কোন কোন নিয়ম মেনে সোনার গয়না পরা উচিত:
- আপনি কি দফায় দফায় সর্দি-কাশিতে ভোগেন? জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, কনিষ্ঠায় সোনার আংটি পরলে এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
- কষ্ট করেও কি কেরিয়ারে সাফল্য পাচ্ছেন না? তবে জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, মধ্যমায় সোনার আংটি পরা প্রয়োজন।
- আপনি কি কোনও কাজে মনোনিবেশ করতে পারছেন না, তবে অবশ্যই তর্জনীতে সোনার গয়না পরুন।
- দাম্পত্য অশান্তিতে জেরবার হলে আপনি সোনার চেনের সঙ্গে লকেট পরতে পারেন। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে তাতেই ফিরবে দাম্পত্য উষ্ণতা।
- গর্ভবতী হওয়ার সমস্যা দূর করতে পারে আপনার হাতের অনামিকার সোনার আংটি।
- পেট কিংবা স্থূলতার মতো সমস্যা দেখা দিলে ভুলেও সোনার গয়না পরবেন না।
- বাড়ির খুদে সদস্যকে লাল সুতোর সঙ্গে জড়িয়ে সোনার গয়না পরান। তাতে তার উন্নতি হবে।
- লোহা এবং সোনার মিশেলে তৈরি গয়না পরবেন না। তাতে ঘুমের সমস্যা হতে পারে।
- সোনার গয়না লক্ষ্মীর প্রতীক। তাই ভুল করেও কোমরের নিচে সোনার গয়না পরবেন না।
- পায়ে ভুল করেও সোনার নূপুর পরবেন না। তাতে লক্ষ্মীদেবী রুষ্ট হতে পারেন।
- যাঁরা লোহা কিংবা কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা ভুলেও সোনার গয়না পরবেন না।
- জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, মদ্যপানের সময় ভুলেও সোনার গয়না শরীরে রাখবেন না।
- সোনার গয়না নিকটাত্মীয়কে উপহার দিলে শ্রীবৃদ্ধি হয়।
- সোনার গয়না সবসময় লাল কাপড় কিংবা কাগজে জড়িয়ে রাখুন। তাতে আর্থিক শ্রীবৃদ্ধি হবে।
মেষ, কর্কট, সিংহ ও ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য সোনা অত্যন্ত শুভ। বৃশ্চিক ও মীন রাশির ক্ষেত্রে সোনার প্রভাব মিশ্র। বৃষ, মিথুন, কন্যা, কুম্ভ, তুলা এবং মকর রাশির জাতক-জাতিকারা ভুলেও সোনার গয়না পরবেন না।
