সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিম্পরি-চিঁচওয়াড় ও পুণের পুরসভা থেকে শুরু? আগামী দিনে সত্যিই এক হতে চলেছে এনসিপির দুই শিবির? জল্পনা নিজেই বাড়িয়ে দিলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত মিলল, পর্দার আড়ালে কাকা শরদ পওয়ারের দল এনসিপি (শরদচন্দ্র পওয়ার) এবং তাঁর এনসিপিকে মিলিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।
শনিবার এক সাংবাদিক অজিত পওয়ারের কাছে জানতে চেয়েছিলেন, এনসিপির দুই শিবির কি আগামী দিনে এক হতে চলেছে? তাতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ওই সাংবাদিককে বলেন, "আপনার মুখে 'ঘি-শক্কর'।" অর্থাৎ আপনার মুখে ফুলচন্দন পড়ুক। অজিতের ওই মন্তব্যেই দুই এনসিপি শিবিরের মিলে যাওয়ার জল্পনা আরও গতি পেল বলে মনে করা হচ্ছে। আসলে এই দুই রাজনৈতিক শক্তির একত্রিত হওয়া নিয়ে জল্পনা দীর্ঘদিনের।
শোনা যাচ্ছে, শরদ পওয়ার কন্যা সুপ্রিয়া সুলে এবং অজিত পওয়ার নিজেদের মধ্যে এই দুই দলের সংযুক্তিকরণ নিয়ে আলোচনা চালাচ্ছেন। যদিও এ পর্যন্ত সরকারিভাবে সেটা তাঁরা স্বীকার করেননি। তবে সম্প্রতি মহারাষ্ট্রের পুর নির্বাচনে দুই এনসিপি পুণে এবং পিম্পরি-চিঁচওয়াড় পুরসভায় বিজেপি-শিব সেনার বিরুদ্ধে দুই শিবির ঐক্যবদ্ধ লড়ার পরই সংযুক্তিকরণ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়।
উল্লেখ্য, প্রায় বছর তিনেক আগে শরদ পওয়ারের থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের দল গড়েন অজিত। আইনি যুদ্ধে জিতে এনসিপির ঘড়ি প্রতীকও যায় তাঁর দখলে। গতবছর লোকসভা নির্বাচনে কিন্তু শরদ পওয়ার ভাইপোকে টেক্কা দিয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে দেখা যায় অজিত পওয়ারের শিবির যেখানে ৪১টি আসনে জিতেছে, সেখানে শরদের দল পেয়েছে ১০টি আসন। তারপর থেকেই জল্পনা শুরু হয়, দুই এনসিপি মিলে যেতে চলেছে। সেটারই সূচনা হয়েছে পুণে ও পিম্পরি-চিঁচওয়াড় পুরসভা থেকে। আগামী দিনে দুই এনসিপি ফের ঐক্যবদ্ধ হয়ে লড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।
