shono
Advertisement
Narendra Modi wishes Mamata Banerjee

'মমতা দিদি'কে জন্মদিনের শুভেচ্ছা মোদির, সুস্বাস্থ্য কামনায় সোশাল মিডিয়ায় পোস্ট

সরকারি নথি অনুযায়ী, ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রীর জন্মদিন।
Published By: Sucheta SenguptaPosted: 10:50 AM Jan 05, 2026Updated: 01:52 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও সৌজন্য অটুট প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi wishes Mamata Banerjee)। সোমবার সকালেই সোশাল মিডিয়ায় 'মমতা দিদি' সম্বোধন করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। সরকারি নথি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর জন্মদিন ৫ জানুয়ারি। এই দিনই তাঁকে শুভেচ্ছা জানান জাতীয় স্তরের রাজনীতিকরা। দল ও ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, দুর্গাপুজোর অষ্টমীর দিন সন্ধিপুজোর সময় জন্ম হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

সোমবার সকালে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে এনিয়ে পোস্ট করেন। তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।'

সরকারি নথি অনুযায়ী, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্ম তাঁর। সেই হিসেবে এবছর একাত্তরে পা রাখলেন জননেত্রী। কিন্তু বয়স বাড়লেও পথে নেমে রাজনীতি করার ক্ষেত্রে এখনও তিনি হেলায় হারাতে পারেন বহু যুবকে। রাজ্য থেকে জাতীয় - যে কোনও মিছিল, মিটিং, স্লোগানের মুখ একই – মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে আরও একবার তাঁর মুখ্যমন্ত্রী পদে বসার হাতছানি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জিতে আবারও তিনি সরকার গঠন করতে চলেছেন বলে আশাবাদী মমতার ঘনিষ্ঠ মহল।

তবে সরকারি হিসেবে ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হলেও তাঁর জন্ম সম্পূর্ণ অন্য সময়। নিজের লেখা ‘একান্তে’ বইয়ের ৮৪ নং পাতায় সেকথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। ওই পাতায় লেখা - ”মা’র কথানুযায়ী দুর্গাপূজার মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম। এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পর নাকি বৃষ্টি থেমে যায়।” তবে দুর্গাষ্টমী হোক কিংবা ৫ জানুয়ারি - জন্মদিনে কখনও তাঁকে বাড়িতে বসে থাকতে যায়নি। সদাসর্বদাই কোনও না কোনও কাজে নিজেকে ব্যস্ত রাখেন বাংলার 'অগ্নিকন্যা'। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ দুপুরে তিনি যাবেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে। সেখানে মুড়িগঙ্গার উপর সেতুর শিলান্যাস করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জন্মদিনে 'মমতা দিদি'কে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
  • এক্স হ্যান্ডল পোস্টে বাংলার মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা প্রধানমন্ত্রীর।
  • সরকারি নথি অনুযায়ী, ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রীর জন্মদিন।
Advertisement