shono
Advertisement
Assam Earthquake

জবুথবু ঠান্ডার মাঝেই অসমে ভূমিকম্প! ৫.১ মাত্রার কম্পনে ঘর ছেড়ে রাস্তায় উত্তর-পূর্ব

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষয়তির কোনও খবর পাওয়া যায়নি।
Published By: Amit Kumar DasPosted: 08:22 AM Jan 05, 2026Updated: 01:36 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাড় কাঁপানো শীতের মাঝেই বড় ভূমিকম্প অসমে (Assam Earthquake)। সোমবার ভোরে ৫.১ মাত্রার কম্পনে রীতিমতো আতঙ্ক ছড়ায় অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। ওই ভোরে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। বড় মাত্রার ভূমিকম্প হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষয়তির কোনও খবর পাওয়া যায়নি।

Advertisement

ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি'র (এনসিএস) রিপোর্ট অনুযায়ী, সোমবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় অসম-সহ উত্তর-পূর্বের বিস্তীর্ণ অঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও জেলা। তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে প্রায় ৫০ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, যেখানে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সেটি কোপিলি ফল্ট লাইনের উপরে পড়ে। অতীতেও এই ফল্ট লাইনের জেরে একাধিক ছোট বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে উত্তর-পূর্ব ভারতে।

ভোর ৪টে নাগাদ ভূমিকম্প হওয়ায় সেই সময়ে অধিকাংশ মানুষই ঘুমোচ্ছিলেন। তীব্র কম্পনের জেরে ঘুম ভেঙে যায় বহু মানুষের। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন। ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কম্পনের জেরে কাঁপছে ঘরের সিলিং ফ্যান। এনসিএস-এর রিপোর্ট অনুযায়ী, সোমবার ভোর ৩টে ৩৩ মিনিটে ত্রিপুরাতেও মৃদু কম্পন হয়েছে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৩।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাড় কাঁপানো শীতের মাঝেই বড় ভূমিকম্প অসমে।
  • সোমবার ভোরে ৫.১ মাত্রার কম্পনে রীতিমতো আতঙ্ক ছড়ায় অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে।
  • ওই ভোরে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ।
Advertisement