সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে আসন সমঝোতা মস্ত ভুল ছিল। বুধবার আপকে তোপ দাগলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দর যাদবরা। পালটা দিলেন কেজরিওয়ালও।
অরবিন্দ কেজরিওয়ালের দল দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের প্রতিপক্ষ। তাই আপকে কোনওরকম জমি না ছেড়ে অলআউট আক্রমণে নেমেছে কংগ্রেস। অশোক গেহলট, ডিকে শিবকুমাররা কেজরিওয়ালকে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করছেন। যদিও পালটা তোপে কেজরিওয়াল বলছেন, কংগ্রেস পরিষ্কার করে দিচ্ছে যে ওরা বিজেপির বন্ধু দল। আপকে নিয়ে লাগাতার আক্রমণ করলেও বিজেপি প্রসঙ্গে তারা চুপ।
বুধবারের সভা থেকেই বাংলার স্বাস্থ্যসাথীর অনুপ্রেরণায় দিল্লিতে জীবন রক্ষা যোজনার কথা ঘোষণা করেছে কংগ্রেস। সেটাও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক যুগান্তকারী প্রকল্পের অনুকরণে ঘোষণা করা। বুধবার কংগ্রেসের তরফে বলা হল, মসনদে এলে দিল্লির প্রত্যেক নাগরিকের জন্য ২৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এই প্রকল্পের ঘোষণা করা হল রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মাধ্যমে। যাঁর আমলে চালু হয়েছিল মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা। যেখানে বার্ষিক আট লাখ টাকা পর্যন্ত রোজগার করা ব্যক্তি বছরে ২৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পেতেন। এর বেশি আয় করা ব্যক্তি বার্ষিক ৮৫০ টাকা প্রিমিয়াম দিয়ে এই বিমার সুবিধা পেতেন।
দিল্লিতে এবার লড়াই ত্রিমুখী। গত দুই বিধানসভা নির্বাচনে খাতা খুলতে না পারলেও এবার আপ-বিজেপির বাইনারি ভাঙতে কার্যত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে কংগ্রেস। দলের একাধিক হেভিওয়েট নেতাকে নামিয়ে দেওয়া হয়েছে দিল্লির নির্বাচনী লড়াইয়ে। প্রচারের জন্য আনা হচ্ছে ভিনদেশের নেতাদেরও। যদিও আপ কংগ্রেসকে গুরুত্ব দিতে নারাজ। কেজরিওয়াল বলছেন, কংগ্রেস দিল্লিতে লড়ছে বিজেপির দোসর হিসাবে।