সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কংগ্রেস ছাড়লেন পাঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তবে দল ছাড়ার আগে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে দিলেন বিস্ফোরক চিঠিও। সেই চিঠিতে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি নভ্যোজৎ সিং সিধুর বিরুদ্ধেও তোপ দেগেছেন অমরিন্দর। পাশাপাশি এদিন তাঁর নতুন দলের নামও ঘোষণা করেছেন।
মঙ্গলবার সোনিয়া গান্ধীকে চিঠি দেন অমরিন্দর (Amrindar Singh)। উগরে দেন ক্ষোভ। লেখেন, “নভোজ্যোৎ সিং সিধু আমাকে এবং আমার সরকারকে অপমান করার জন্যই লোকে চেনে। ওঁর কোনও স্থিরতা নেই। তাঁর পাকিস্তানপ্রীতিও অজানা নয়।” সিধুকে মদত দেওয়ার অভিযোগ এনেছেন রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধেও। অমরিন্দর লিখেছেন, “রাহুল-প্রিয়াঙ্কা ওঁকে সাহায্য করেছে। হরিশ রাওয়াতের মতো দুমুখো মানুষও ওকে সহায়তা করেছে।”
[আরও পড়ুন: বড়সড় দুর্নীতির অভিযোগ, অজিত পওয়ারের হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ]
সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ভূমিকারও। লেখেন, “সকলে যখন আমাকে অপমান করছিল। আমার বদনাম করছিল, সেইসময় আপনি চোখ বন্ধ করেছিলেন।” তাঁর চিঠিতে উঠে এসেছে রাজীব গান্ধীর কথাও। লিখেছেন, “আপনার ও আপনার ছেলেমেয়েদের ব্যবহারে আমি আঘাত পেয়েছি। আপনার ছেলেমেয়েকে নিজের সন্তানের মতো দেখতাম। ওঁদের বাবাকে আমি খুব ভাল করে চিনতাম। একসঙ্গে স্কুলে যেতাম আমরা।” বিস্ফোরক সেই চিঠি নিজের টুইটারেও পোস্ট করেছেন অমরিন্দর।
এদিন কংগ্রেস ত্যাগের পাশাপাশি নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন অমরিন্দর। দলের নাম রেখেছেন, ‘পাঞ্জাব লোক কংগ্রেস’। তাঁরা কি বিজেপির সঙ্গে জোট বাঁধবে, তা অবশ্য এখনও স্পষ্ট করেননি অমরিন্দর।
[আরও পড়ুন: উপনির্বাচনে জোর টক্কর, হিমাচলে কংগ্রেসের কাছে হারল বিজেপি, ধাক্কা মহারাষ্ট্র-রাজস্থানেও]
গত মাস থেকেই লাগাতর নাটক দেখেছে পাঞ্জাবের রাজনীতি। প্রথমে অমরিন্দর সিংয়ের ইস্তফা, নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ, অমরিন্দরের বিজেপি (BJP) যোগের জল্পনা এবং তার মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুর ইস্তফাকে ঘিরে সরগরম হয়ে ওঠে পাঞ্জাবের রাজনীতি। সেই সময় থেকেই জল্পনা তৈরি হয়েছিল অমরিন্দর হয়তো নতুন দল গড়বেন। অবশেষে দল গড়ার ঘোষণা করলেন ক্যাপ্টেন। তাঁর এই সিদ্ধান্ত ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।