সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, আবারও যেন সংবাদ শিরোনামে উঠে আসছে রাম মন্দির ইস্যু৷ যাতে বাড়তি মাত্রা যোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শুক্রবার, হায়দরাবাদের একটি জনসভা থেকে রাম মন্দির নির্মাণ ইস্যুতে কর্মীদের উদ্দেশ্যে চরম বার্তা দিয়েছেন তিনি৷ ইঙ্গিত পূর্ণ মন্তব্যে জানিয়েছেন, ২০১৯-এর লোকসভা ভোটের আগেই রাম মন্দির তৈরি হবে৷ এমনটা তাঁর আশা৷ এরপরেই শাহের সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা৷ একটি বিচারাধীন মামলার বিষয়ে কেমন ভাবে এই মন্তব্য করতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, এই বিষয়ে প্রশ্ন তুলেতে শুরু করেছেন অনেকে৷ চাপের মুখে পড়ে অবশেষে শনিবার, এই ইস্যুতে মুখ খুলেছে বিজেপি৷ নিজেদের অবস্থান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে জানিয়েছে, অমিত শাহের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷ এমন কোনও বিষয় তাঁদের অ্যাজেন্ডা বা কর্মসূচিতে নেই৷
[টুইটারে তিন লক্ষ ফলোয়ার্স খোয়ালেন নরেন্দ্র মোদি, জানেন কেন?]
শুক্রবার বিতর্কের সূত্রপাত করেন বিজেপির কেন্দ্রীয় কার্যকারিণী সমিতির সদস্য পি শেখরজি৷ একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, রাম মন্দির নির্মাণের বিষয়ে চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ জানিয়েছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেই নির্মিত হবে রাম মন্দির৷ এরপরেই অমিত শাহ ও বিজেপির সমালোচনায় মুখর হয় বিরোধীরা৷ সমালোচনায় মুখ খোলেন আসাদউদ্দিন ওয়েইসির মতো কট্টর ইসলামপন্থী নেতারা৷ প্রশ্ন তোলেন, যে ইস্যুটিকে দেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত বলে চিহ্নিত করেছে, রাম মন্দিরের মতো সেই বিচারাধীন ইস্যুতে কোন যুক্তিতে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ এখানেই শেষ নয়, বিতর্ক উসকে তাঁর আরও প্রশ্ন, ২০১৯-এর লোকসভা ভোটেই আগেই যে রাম মন্দির ইস্যুতে রায় শোনাবে শীর্ষ আদালত, তেমনটাই বা শাহ জানলেন কী করে?
[বিনা টিকিটের যাত্রায় রেকর্ড পরিমাণ লক্ষ্মীলাভ রেলের]
বিতর্কের রেশ এতটাই প্রবল যে, তা সামাল দিতে শনিবার ময়দানে নামতে হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে৷ দলীয় বার্তায় জানাতে হয়েছে, শাহের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷ এমন কোনও পরিকল্পনা তাঁদের কর্মসূচিতে নেই৷ তবে এরপরেও মিটছে না বিতর্ক৷ রাজনৈতিক প্রশ্ন, রাম মন্দির নির্মাণ তো প্রথম থেকেই গেরুয়া শিবিরের অন্যতম কর্মসূচি হিসাবে গণ্য হত৷ তবে এখন কেন নিজেদের কর্মসূচি থেকে রাম মন্দির নির্মাণের মতো ইস্যুকে বাদ দিল পদ্ম শিবির?
The post লোকসভা ভোটের আগেই রাম মন্দির, অমিত শাহের মন্তব্যে বিতর্কের ঝড় appeared first on Sangbad Pratidin.