সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারাদের দেশে আম্বানি পরিবারের চারপেয়ে সদস্য হ্যাপি। সোশাল মিডিয়া সূত্রে প্রকাশ্যে এসেছে এই দুঃসংবাদ। স্বাভাবিকভাবেই শোকের আবহ আম্বানি পরিবারে। প্রিয় হ্যাপির উদ্দেশ্য তাঁদের বার্তা, 'স্বর্গের প্রাপ্তি, আমাদের ক্ষতি।'
‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর…’, মুকেশপুত্র অনন্ত আম্বানির ক্ষেত্রে একথা অক্ষরে অক্ষরে প্রযোজ্য। শৈশব থেকেই পশুপ্রেমী আম্বানিদের ‘ছোট নবাব’। তিনি যেমন ঈশ্বরে বিশ্বাসী, তেমনই তাঁর পশুপ্রেম। যে ভালোবাসার নজির গুজরাতের ‘ভান্তারা’। আস্ত একটা পশু সংরক্ষণাগার খুলে ফেলেছেন অনন্ত। আদরের পোষ্য হ্যাপিকে নিয়েই বিয়ের আসরেও পৌঁছে গিয়েছিলেন অনন্ত। হালকা গোলাপি পোশাকে চারপেয়ে হ্যাপি সকলেরই যে মন কেড়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। শুধু অনন্ত নন, গোটা পরিবারের নয়নের মণি ছিল সে। ফ্যামিলি ফটোতেও থাকত চারপেয়ে।
কিন্তু আচমকাই ছন্দপতন। গতকাল, বুধবার সোশাল মিডিয়ায় মারফত জানা গিয়েছে হ্যাপির মৃত্যুর সংবাদ। ওই পোস্ট অনুযায়ী, ৩০ এপ্রিল তারাদের দেশে পাড়ি দিয়েছে হ্যাপি। শোকস্তব্ধ অম্বানি পরিবার। প্রিয় পোষ্যের উদ্দেশে তাঁদের বার্তা, "তুমি আমাদের হৃদয় ও পরিবারের অংশ ছিলেন। স্বর্গের প্রাপ্তি, আমাদের ক্ষতি।"
