সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোনের মৃত্যু হলে মিলবে এক কোটি টাকার জীবনবিমা। সেই টাকার লোভে নিজের বোনকেই নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে প্রকাসম জেলার পোডিলি থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমে ৩০ বছর বয়সি অভিযুক্ত দাদা মালাপাতি অশোক কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হত্যাকাণ্ড ঘটে গত বছর ২ ফেব্রুয়ারি। দীর্ঘ তদন্তের পর মূল হত্যাকারীকে চিহ্নিত করে মঙ্গলবার অভিযুক্ত হত্যাকারির নাম প্রকাশ্যে এনেছে পুলিশ। পুলিশের দাবি অনুযায়ী, বিবাহ বিচ্ছিন্না নিঃসন্তান ওই যুবতীর একাধিক সংস্থায় জীবনবিমা করা ছিল যুবতীর। যার মিলিত অর্থের পরিমাণ ছিল এক কোটিরও বেশি। এদিকে রিয়েল স্টেট ব্যবসায়ী অশোক সাম্প্রতিক সময়ে বিপুল ঋণে জড়িয়ে পড়েন। সেই ঋণ থেকে রেহাই পেতে বোনকে খুনের ছক কষেন তিনি। উদ্দেশ্য বোনের মৃত্যু হলে এই বিরাট অঙ্কের টাকা তাঁর হাতে আসবে।
ঘটনার দিন, অভিযুক্ত অশোক ওঙ্গোল হাসপাতালে যাওয়ার অজুহাতে বোনকে নিজের গাড়িতে করে বেরিয়ে পড়েন। এরপর ফেরার সময় প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে হত্যা করেন। এর পর এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে দেখানোর চেষ্টা করেন। যাতে জীবনবিমার শর্ত অনুযায়ী এই টাকা তাঁর হাতে পৌঁছয়। ঘটনার তদন্তে নেমে শুরুতে এই মৃত্যুকে দুর্ঘটনায় মৃত্যু বলেই মনে হয়েছিল পুলিশের। তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর সন্দেহ হয় পুলিশের। সেই সন্দেহে বাড়তি ইন্ধন যোগ করে মৃতার বিমার বিপুল অঙ্কের টাকা।
দীর্ঘ তদন্তের পর অভিযুক্ত অশোককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা সে একাই করেছিল, নাকি আরও কেউ তাঁর সঙ্গে জড়িত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
