shono
Advertisement
Ranveer Allahbadia

আরও সংকটে রণবীর এলাহাবাদিয়া! দায়ের নতুন মামলা, ফের সমন পাঠাল মুম্বই পুলিশ

মঙ্গলবারই রণবীরের মামলার শুনানি সুপ্রিম কোর্টে।
Published By: Biswadip DeyPosted: 08:01 PM Feb 17, 2025Updated: 08:16 PM Feb 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই অস্বস্তি বেড়ে চলেছে রণবীর এলাহাবাদিয়ার। ফের এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধে। এবার জয়পুরে। রাজপুতানা সিং নামের এক ব্যক্তি মা-বাবার যৌনতা নিয়ে ওই ইউটিউবারের অশ্লীল রসিকতার অভিযোগ তুলেছেন। তবে কেবল রণবীরই নয়, এফআইআর দায়ের হয়েছে সময় রায়না, আশিস চঞ্চলানি, অপূর্ব মাখিজা ও অন্যদের বিরুদ্ধেও। ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য-সম্প্রচার আইনের মামলা দায়ের হয়েছে সকলের বিরুদ্ধে। এদিকে মঙ্গলবারই রণবীরের মামলার শুনানি সুপ্রিম কোর্টে।

Advertisement

যেহেতু ঘটনাটি খার থানার অধীনস্থ এলাকায় ঘটেছে, তাই ওই থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই নিয়ে রণবীরের বিরুদ্ধে তৃতীয় এফআইআর হয়েছে। এর আগে অসমে গুয়াহাটি সাইবার ও মহারাষ্ট্র সাইবার শাখা এফআইআর দায়ের করেছে ইউটিউবারের বিরুদ্ধে।
এদিকে সোমবারই রণবীরকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্রের পুলিশ। আগামী ২৪ ফেব্রুয়ারি তাঁর বয়ান রেকর্ড করা হবে। সবশুদ্ধ ৪২ জনকে তলব করা হয়েছে (দুজন ইতিমধ্যেই তাঁদের বয়ান লিপিবদ্ধ করেছেন)। তবে এর আগে একবার সমন পেয়েও কোনও সাড়া দেননি রণবীর। এবার তিনি পুলিশের কাছে যান কিনা সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

একের পর এক কটাক্ষবাণে হু হু করে কমেছে এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। ছিছিক্কার সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে গোটা দেশের বিভিন্ন এলাকায় ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। এদিকে ঘটনার পর থেকে এযাবৎকাল তাঁকে পাওয়া যায়নি। সোশাল মিডিয়া তো দূরঅস্ত, বাড়ি গিয়ে পুলিশ তাঁর ‘টিকিটি’ অবধি পায়নি। দরজা বন্ধ। ফোন বন্ধ। তবে শনিবার ‘লাপাতা’ রণবীর আচমকাই সোশাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেন। যেখানে সাফ লেখা- 'একের পর এক খুনের হুমকি পাচ্ছি। শুধু আমি নই লোকজন আমার পরিবারের পিছনেও উঠেপড়ে লেগেছে! খুনের হুমকি দেওয়া হচ্ছে আমার পরিবারের সদস্যদেরও। এমনকী রোগীর ছদ্মবেশে আমার মায়ের ক্লিনিকে ঢুকে হামলা করেছে কিছু লোক। আমি ভীষণ ভয়ে রয়েছি এবং কী করব বুঝতে পারছি না।' এরপরই ক্ষমা ভিক্ষা করে রণবীর এলাহাবাদিয়ার সংযোজন, 'ওই মন্তব্য করা আমার সত্যিই ভুল হয়েছে। বাবা-মা সম্পর্কে আমার মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক ছিল, মানছি। নৈতিক দায়িত্বের কথা আমার মাথায় রাখা উচিত ছিল। কিন্তু আমি পালিয়ে যাচ্ছি না, বলুন!'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রমেই অস্বস্তি বেড়ে চলেছে রণবীর এলাহাবাদিয়ার। ফের এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধে। এবার জয়পুরে।
  • এই নিয়ে তৃতীয়বার রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হল।
  • কেবল রণবীরই নয়, এফআইআর দায়ের হয়েছে সময় রায়না, আশিস চঞ্চলানি, অপূর্ব মাখিজা ও অন্যদের বিরুদ্ধেও।
Advertisement