সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে থেকে থেকেই ছাইচাপা আগুন জ্বলে উঠছে। বুধবার সকালে তামেংলং জেলার তৌসেমে একদল দুষ্কৃতী অত্যাবশ্যকীয় পণ্যবাহী দু’টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় অভিযুক্ত কুকি জঙ্গিরা। নোনে জেলার রোংমেই নাগা জনগোষ্ঠীও কুকিদের দায়ী করেছে ঘটনার জন্য। এইসঙ্গে এলাকায় কুকিদের বয়কটের ডাক দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সাকলে তৌসম থানা এলাকায় অত্যাবশ্যকীয় পণ্যবাহী আটটি ট্রাককে আটকায় অজ্ঞাত দুষ্কৃতীরা। ওই ট্রাকগুলিতে ছিল চাল, পেঁয়াজ, আলুর মতো জরুরি পণ্য। এর মধ্যে দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। বাকি ছয়টি ট্রাক কোনও মতে দুষ্কৃতীদের হাত থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়। কুকি জঙ্গিদের সন্দেহ করলেও অভিযুক্তদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি, জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রোংমেই নাগা জনগোষ্ঠীর ছাত্র সংগঠন আরএনএসওএম প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।
প্রসঙ্গত, সোমবার জিরিবাম জেলার বোরোবাকেরা এলাকায় হামলা চালায় কুকি জঙ্গিরা। বেশকিছু বাড়িতে আগুন লাগানো হয়। এর পর জিরিবাম জেলার বোরোবাকেরা পুলিশ স্টেশনকে নিশানা করে তারা। সেখান থেকে সিআরপিএফের ক্যাম্পে হামলার চেষ্টা চালায় জঙ্গিরা। পর পর এই ঘটনায় পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১১ জন জঙ্গির। মৃত জঙ্গিদের কাছ থেকে ৪টি এসএলআর, ৩টি একে ৪৭, একটি আরপিজি-সহ বিপুল পরিমাণ গোলাগুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই হামলায় আহত হন দুই সিআরপিএফ জওয়ান।