সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরে সুর মেলালেন অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রের বিরোধিতা করলেই যে সিবিআই জুজু দেখানো হচ্ছে, অভিযোগ ছিল এমনটাই। এবার মোদিকে তার পাল্টা জবাব দিলেন কেজরি। জানালেন, সিবিআইয়ের ভয় দেখিয়ে কোনও লাভ নেই। কেননা বিরোধীরা সকলেই রাহুল গান্ধী নন।
কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করলেই রাজনৈতিক প্রতিহিংসা পূরণের চেষ্টা চলছে। এ অভিযোগ একাধিকবার তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, সিবিআই-এর ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা চলছে। একই কথা শোনা গেল দিল্লির মুখ্যমন্ত্রীর কথাতেও। তবে আক্রমণের মাত্রা একধাপ চড়িয়ে কেজররি বার্তা, প্রধানমন্ত্রী যেন সমস্ত বিরোধীদেরই রাহুল গান্ধী ভেবে না বসেন।
নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হওয়ার পর থেকেই সক্রিয় হয়েছে সিবিআই, এমনটা দাবি করেছিলেন মমতা। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে সিবিআইয়ের ফোন আসাকে একরকম হুমকি হিসেবেই দেখেছিলেন তিনি। তা সত্ত্বেও যে তিনি লড়াই ছাড়বেন না এ কথাই জানিয়েছিলেন টুইটে। তারই উত্তর দিতে ঝাঁপিয়ে পড়েন কেজরি। একই সঙ্গে বিঁধলেন রাহুল গান্ধীকে। বিরোধিতার প্রশ্নে সবাই যে রাহুলের মতো নরম-সরম নয়, মমতাকে সামনে রেখেই সে কথা মোদিকে বুঝিয়ে দিতে চাইলেন কেজরি।
