shono
Advertisement
Tahawwur Rana

'ভারতীয়রা এটারই যোগ্য', মুম্বইয়ে হামলাকারীদের পাকিস্তানের সর্বোচ্চ সম্মান দিতে চেয়েছিল রানা!

রানা এবং ডেভিড কোলম্যান হেডলির মধ্যেকার কিছু কথোপকথন প্রকাশ্যে এনেছে আমেরিকার বিচারবিভাগ।
Published By: Subhajit MandalPosted: 01:39 PM Apr 11, 2025Updated: 02:41 PM Apr 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ভারতীয়রা এটারই যোগ্য। যারা হামলা চালিয়েছে তাদের নিশান-ই-হায়দার দেওয়া উচিত!' মুম্বইয়ে লস্কর-ই-তৈবার হামলায় ১৬৬ জন নিরীহ মানুষের মৃত্যুতে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল তাহাউর রানা (Tahawwur Rana)। মুম্বই হামলার পর আর এক অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে রানার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করেছে আমেরিকা। সেই কথোপকথনেই উল্লেখ আছে, হামলাকারীদের জন্য পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান দেওয়ার দাবির।

Advertisement

রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার পর রানা এবং ডেভিড কোলম্যান হেডলির মধ্যেকার কিছু কথোপকথন প্রকাশ্যে এনেছে আমেরিকার বিচারবিভাগ। মার্কিন বিচারবিভাগের দাবি, দুই জঙ্গির কথোপকথনে আড়ি পেতেছিল মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলি। সেখানেই তাঁদের মধ্যেকার কথাবার্তা প্রকাশ্যে এসেছে। মার্কিন বিচারবিভাগ জানাচ্ছে, মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যুর পর উচ্ছ্বসিত রানা হেডলিকে বলে, 'ভারতীয়রা এটারই যোগ্য।'

আমেরিকার প্রকাশ করা কথোপকথন অনুযায়ী, রানা হেডলিকে জানায়, যে ৯ জন ভারতে হামলা চালাতে গিয়ে 'শহিদ' হয়েছে, তাদের নিশান-ই-হায়দার দেওয়া উচিত। এই নিশান-ই-হায়দার পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান। যা সাধারণত 'শহিদ' সেনা জওয়ানদের দেওয়া হয়। রানা ভারতে নৃশংস হত্যালীলা চালানো জঙ্গিদের জন্য পাক সেনা জওয়ানদের প্রাপ্য সর্বোচ্চ সম্মান দাবি করে হেডলির কাছে। আমেরিকার বিচারবিভাগের দেওয়া তথ্য বলছে, হেডলির সঙ্গে রানার যে শুধু সরাসরি যোগাযোগ ছিল তাই নয়, রানার সাহায্যেই হেডলি একাধিকবার ভারতের ভিসা পাওয়ার চেষ্টা করেছিল।

উল্লেখ্য, রানাকে ভারতের হাতে তুলে দেওয়াটাকে সুবিচারের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে উল্লেখ করেছে আমেরিকা। আসলে মুম্বই হামলায় যে ১৬৬ জনের মৃত্যু হয়, তাদের মধ্যে ৬ জন মার্কিন নাগরিকও ছিলেন। আমেরিকা বলছে, ওই ৬ মার্কিন নাগরিকের পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ হেডলির ভারতে প্রত্যর্পণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বইয়ে লস্কর-ই-তৈবার হামলায় ১৬৬ জন নিরীহ মানুষের মৃত্যুতে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল তাহাউর রানা।
  • মুম্বই হামলার পর আর এক অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে রানার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করেছে আমেরিকা।
  • সেই কথোপকথনেই উল্লেখ আছে, হামলাকারীদের জন্য পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবির।
Advertisement