সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপারম্যান-স্পাইডার ম্যানের থেকে বেশি শক্তিশালী হনুমান। ব্যাটম্যান-আয়রন ম্যানের থেকে বড় যোদ্ধা অর্জুন। মোদ্দা কথা, দুই ভারতীয় মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের চরিত্ররা হলিউডের সুপারহিরোদের তুলনায় বেশি শক্তিশালী, যদিও প্রচারে খানিক পিছিয়ে। একটি বিজ্ঞান বিষয়ক সম্মেলনে গিয়ে এমনটাই দাবি করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।
শুক্রবার তিরুপতির জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বিজ্ঞান সম্মেলনে অংশ নেন চন্দ্রবাবু। সেখানে অনুষ্ঠান উদ্বোধনের পর মাতৃভাষা তেলেগুতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যা যা দাবি করেন তাতে হতবাক হয়ে যান উপস্থিত দর্শক-শ্রোতারা। চন্দ্রবাবু বলেন, ভগবান হনুমানের শক্তি সুপারম্যানের চেয়েও বেশি, "অর্জুন ছিলেন আয়রন ম্যান বা ব্যাটম্যানের চেয়েও বড় যোদ্ধা।"
অভিভাবক, শিক্ষক-সহ সমাজের সকল স্তরের মানুষের প্রতি অন্ধ্রের মুখ্যমন্ত্রীর পরামর্শ, তাঁরা যেন শিশু এবং যুবকদের পাশ্চাত্যের সুপারহিরোর কাহিনির মধ্যে সীমাবদ্ধ না রাখেন, বরং ভারতের মহাকাব্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলেন। চন্দ্রবাবু আরও বলেন, "ভগবান রাম হলেন ধার্মিকতার চূড়ান্ত প্রতীক, রামরাজ্য আদর্শ শাসন ব্যবস্থার সর্বোত্তম উদাহরণ।" হিন্দু দেবতা কৃষ্ণ ও শিবের মাহাত্ম্য এবং রামায়ণ ও মহাভারত সম্পর্কে শিশুদের অবহিত করার বিষয়ে জনগণের প্রতি আহ্বান জানান চন্দ্রবাবু। আরও বলেন, 'অবতার'-এর মতো জনপ্রিয় হলিউড ছবির থেকে অনেক ভালো ভারতীয় মহাকাব্য।
যদিও প্রশ্ন উঠছে, বিজ্ঞান সম্মেলনের সঙ্গে রাম-হনুমান-অর্জুনদের সম্পর্ক কী? সামাজিক মাধ্যমে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে শুরু হয়েছে রসিকতা। এক নেটিজেন লিখেছেন, যাক, "রামায়ণ-মহাভারত যে কাহিনি শেষ পর্যন্ত তা স্বীকার করলেন।" এক নেটাগরিক লিখেছেন, "বোকা বোকা কথা, এদের সবার থেকে বেশি শক্তিশালী হল মোদি।" উল্লেখ্য, জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বিজ্ঞান সম্মেলনে অনুষ্টানে উপস্থিত ছিলেন সংঘপ্রধান মোহন ভাগবতও। কেউ কেউ বলছেন, ভাগবতের মন পেতেই রাম-হনুমান প্রাণ খুলে ভাষণ দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী।
