Advertisement
ম্যারাথনে রঙিন দার্জিলিংয়ের শীতের সকাল, ২১ কিমি দৌড়ে পুরস্কার কেনিয়ার, দেখুন ছবি
জোরবাংলো থেকে লেবং পর্যন্ত রাস্তা এদিন ৩ ঘণ্টা বন্ধ ছিল।
শীতের সকালে ম্যারাথনের রঙে সেজে উঠল দার্জিলিং। আজ, রবিবার ২১ কিমি ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এছাড়াও ১০ কিমি হাফ ম্যারাথন প্রতিযোগিতা ছিল।
বিভিন্ন জায়গা থেকে পুরুষ ও মহিলা প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। কেনিয়ার দৌড়বিদ এই মূল ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেছেন। হাফ ম্যারাথনের প্রথম তিনটি স্থানই দখল করেছেন এই দেশের তিন প্রতিযোগী।
ম্যারাথনে প্রধান অতিথি আইজি রাজীব কুমার উপস্থিত ছিলেন। জিটিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা অনিত থাপা, দার্জিলিং-এর এসপিপি প্রবীণ প্রকাশ, দার্জিলিং-এর ডিএম সুকান্ত সিং সুকির সাথে পতাকা উত্তোলন করেন।
রবিবার দ্বাদশ দার্জিলিং ম্যারাথনে ৪ হাজার প্রতিযোগী পা মেলান। তাঁদের মধ্যে ৩০ জন নাইজেরিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ভুটান, নেপাল এবং কম্বোডিয়ার। প্রতিযোগীদের উৎসাহিত করতে ছিলেন লৌহমানব নামে পরিচিত সুকান্ত সিং আলি (সুকি)।
ম্যান অফ ইন্ডিয়া সুকি জানিয়েছে, ৩০০টি আল্ট্রা রান এবং ১০০ ঘন্টা দৌড় সম্পন্ন করেছেন তিনি। এখন ৪৮০ কিলোমিটার দৌড়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়াও সাইক্লিং এবং সাঁতারও করছেন। তাঁর কথায়, " দার্জিলিং-এ দৌড়নোর মজা অন্য কোথাও পাইনি।"
দার্জিলিং-এর এসপি প্রবীণ প্রকাশ বলেন, "দার্জিলিং পাহাড় একটি অনন্য স্থান। এখানে প্রত্যেকেরই নিজস্ব শিল্প আছে। দৌড়বিদদের সংখ্যাও অনেক বেশি। আজ, এই উপলক্ষে পাহাড়ের বিভিন্ন ক্ষমতার মানুষরাও মল রোডে দৌড়েছিলেন।"
দার্জিলিং পুলিশের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর চেওয়াং শেরপা বলেন, ‘‘এ বছর দার্জিলিং পুলিশ ম্যারাথন অন্য বছরের তুলনায় বেশি জাঁকজমকপূর্ণ। চার হাজার দৌড়বিদ অংশগ্রহণ করেন।"
Published By: Suhrid DasPosted: 10:10 PM Dec 14, 2025Updated: 10:10 PM Dec 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
