shono
Advertisement

Breaking News

East Bengal

একাই ৫ গোল ফাজিলার, বাংলাদেশের ক্লাবকে গোলের মালা পরিয়ে সাফ ফাইনালে ইস্টবেঙ্গল

মশাল গার্লসদের স্বপ্নের দৌড় অব্যাহত।
Published By: Prasenjit DuttaPosted: 09:57 PM Dec 14, 2025Updated: 11:18 PM Dec 14, 2025

ইস্টবেঙ্গল: ৭ (ফাজিলা ৫, সুলঞ্জনা, জ্যোতি)

Advertisement

নাসরিন স্পোর্টস:

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মশাল গার্লসদের স্বপ্নের দৌড় অব্যাহত। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের দলকে হারানোর পর এবার বাংলাদেশের টিমকে দুরমুশ করল ইস্টবেঙ্গল। নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে গুনে গুনে ৭ গোল দিয়ে ফাইনালে উঠলেন সুলঞ্জনা রাউল, ফাজিলা ইকওয়াপুটরা। ইস্টবেঙ্গলের জয়ের হ্যাটট্রিকের দিনে বলা চোখে বিভীষিকা দেখল পদ্মাপাড়ের ক্লাব।

এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ হারিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর পাকিস্তানের করাচি সিটির বিরুদ্ধে ২-০ গোলে জেতে লাল-হলুদের মহিলা দল। আর রবিবার ম্যাচের শুরু থেকেই লাল-হলুদের দাপটে ছত্রভঙ্গ হয়ে যায় নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির। ঘোরতর ঝড়ের মুখে দিকভ্রান্ত নাবিকের মতোই অবস্থা হয় বাংলাদেশের ক্লাবটির। কোনওভাবেই ঝড় সামলাতে পারেনি তারা।

বাংলাদেশের মহিলা ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল নাসরিন স্পোর্টস। তবে সাফে তাদের অবস্থা তথৈবচ। তিন ম্যাচে একটি মাত্র ড্র করে পয়েন্ট টেবিলের সবার নিচে রয়েছে তারা। রবিবার উগান্ডার স্ট্রাইকার ফাজিলা একাই গুঁড়িয়ে দেয় তাদের। ২৫ বছরের এই স্ট্রাইকার একাই ৫ গোল করেন। প্রথমার্ধে তাঁর গোলগুলি আসে ৭, ২৭, ৪৫ মিনিটে। দ্বিতীয়ার্ধের ৭৪ ও ৯০ মিনিটে আরও দু'টি গোল করেন তিনি। বাকি গোল সুলাঞ্জনা এবং জ্যোতি চৌহানের নামে।

প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ফাজিলার তিন গোলের পাশাপাশি স্কোর শিটে অবদান রাখেন জ্যোতি (৪৫+১)। দ্বিতীয়ার্ধে ফাজিলার দু'গোলের পাশে ৭৩ মিনিটে আরও একটি গোল সুলঞ্জনার। দুর্ধর্ষ এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল ইস্টবেঙ্গল। আগামী ২০ ডিসেম্বর, শনিবার প্রথম প্রথম সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের দলকে হারানোর পর এবার বাংলাদেশের টিমকে দুরমুশ করল ইস্টবেঙ্গল।
  • নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে গুনে গুনে ৭ গোল দিয়ে ফাইনালে উঠলেন সুলঞ্জনা রাউল, ফাজিলা ইকওয়াপুটরা।
  • ইস্টবেঙ্গলের জয়ের হ্যাটট্রিকের দিনে বলা চোখে বিভীষিকা দেখল পদ্মাপাড়ের ক্লাব।
Advertisement