shono
Advertisement
Bengaluru

বচসার পরেই বদলা! বেঙ্গালুরুতে বাইকচালক যুবককে তাড়া করে পিষে দিল গাড়ি

কয়েক কিলোমিটার গাড়ি চালিয়ে তাড়া করে পিষে দেওয়ার অভিযোগ।
Published By: Kishore GhoshPosted: 01:46 PM Aug 22, 2024Updated: 01:49 PM Aug 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচসার জেরে পৈশাচিক কাণ্ড বেঙ্গালুরুতে! গাড়ি নিয়ে পিছনে ধাওয়া করে বাইকচালক এক যুবককে পিষে মারার অভিযোগ উঠল। খানিক আগেই গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা লাগায় গাড়িচালক এবং বাইকচালক মধ্যে তুমুল বচসা হয়। এর কিছু পরে বাইকচালককে তাড়া করে গাড়ির চাকায় পিষে মারা হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এমন ঘটনায় উত্তপ্ত এলাকা। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত গাড়ি চালককে।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বিদ্যারণ্যপুরা এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষের পর বাইকচালক এবং গাড়িচালকের মধ্যে বচসা হয়। তুমুল বচসা হাতাহাতিতে গড়ানোর আগেই স্থানীয়রা আটকে দেন। অভিযোগ, এর পরেই 'বদলা' নিতে বাইকের পিছনে ধাওয়া করেন ওই গাড়িচালক। কয়েক কিলোমিটার গাড়ি চালিয়ে ফাঁকা জায়গায় ওই বাইকটিকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়। বাইকচালক রাস্তায় ছিটকে পড়লে তাঁকে পিষে দিয়ে চলে যায় গাড়িটি।

 

[আরও পড়ুন: মর্মান্তিক! সাইকেলে জড়াল বিদ্যুতের খোলা তার, স্কুল থেকে ফেরার পথে মৃত্যু পড়ুয়ার

গুরুতর জখম অবস্থায় বাইকচালক যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে গাড়িচালক এবং তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় বিদ্যারণ্যুপুরায় পথে নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযুক্তের কঠিন শাস্তির দাবি করেছেন তাঁরা।

 

[আরও পড়ুন: দেশের বোর্ড পরীক্ষায় ফেল ৬৫ লক্ষ পড়ুয়া! ‘ব্যর্থতায়’ এগিয়ে রাজ্য বোর্ডগুলো, রিপোর্ট কেন্দ্রের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বিদ্যারণ্যপুরা এলাকায় ঘটনাটি ঘটেছে।
  • গুরুতর জখম অবস্থায় যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement