shono
Advertisement

Breaking News

Digital Arrest

১১ লক্ষ দিয়েও ছাড় নেই! ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে আত্মঘাতী যুবক

ওই যুবক রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কর্মী বলে জানা গিয়েছে।
Published By: Amit Kumar DasPosted: 02:17 PM Jul 16, 2025Updated: 02:17 PM Jul 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল অ্যারেস্টে প্রতারণার ফাঁদে পড়ে ১১ লক্ষ টাকা দিয়েছিলেন যুবক। তবে তাতেও রেহাই মেলেনি। সাইবার প্রতারণায় সর্বস্ব খুইয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন যুবক। ভয়াবহ এই ঘটনা ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। কুমার নামের মৃত ওই যুবক রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কর্মী বলে জানা গিয়েছে। সামনে এসেছে মৃত যুবকের সুইসাইড নোট।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের কেলাগেরের বাসিন্দা কুমার 'বেঙ্গালুরু ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি' বা বেসকমে। সম্প্রতি তার কাছে অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। সেখানে নিজেকে সিবিআই আধিকারিক আধিকারিক বলে পরিচয় দেন এক ব্যক্তি। কুমারকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে বলে জানানো হয়। এর পর ধাপে ধাপে ওই ফোনকলে যুক্ত হয় ভুয়ো পুলিশ আধিকারিক এমনকী ভুয়ো বিচারক। শুরু হয় হুমকি ও একাধিক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুঁশিয়ারি। এই ঘটনায় ভয় পেয়ে যান ওই কর্মী। দাবি মতো প্রতারকদের একাধিক অ্যাকাউন্টে ১১ লক্ষ টাকা ট্রান্সফার করেন কুমার। তারপরও রেহাই মেলেনি। লাগাতার হুমকি ও আরও টাকার দাবির জেরে শেষে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।

মৃত্যুর আগে সুইসাইড নোটে গোটা ঘটনার কথা জানিয়েছেন কুমার নামে ওই যুবক। সেইমতো পুলিশ জানতে পেরেছে কুমারকে যে ব্যক্তি ফোন করেছিলেন তিনি বিক্রম গোস্বামী। নিজেকে সিবিআই অফিসার বলে দাবি করা ওই ব্যক্তির কথামতো প্রথমে ১.৯৫ লক্ষ টাকা। পরে ধাপে ধাপে আরও ১১ লক্ষ টাকা পাঠান তিনি। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকায় তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছেন। যে ফোন থেকে এই হুমকি এসেছিল সেই নম্বর, যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন সেই নম্বর সব বিশদে লিখে গিয়েছেন কুমার।

ওই ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। কুমারের ফোন লক থাকার জেরে সমস্যার মুখে পড়তে হচ্ছে পুলিশ কর্মীদের। উল্লেখ্য, এর আগে একাধিকবার ডিজিটাল অ্যারেস্ট ও প্রতারণার ঘটনা ঘটলেও, এই ঘটনায় আত্মহত্যা এই প্রথম। ডিজিটাল অ্যারেস্টের বিরুদ্ধে লাগাতার সচেতনতা মূলক প্রচার চালিয়ে যাচ্ছে সরকার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ইস্যুতে জনগণকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন, তার পরও এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাইবার প্রতারণায় সর্বস্ব খুইয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন যুবক।
  • ভয়াবহ এই ঘটনা ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে।
  • কুমার নামের মৃত ওই যুবক রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কর্মী বলে জানা গিয়েছে।
Advertisement