সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ বছরের সন্তানকে খুনের অভিযোগে গত বছর গ্রেপ্তার হয়েছিলেন বেঙ্গালুরুর এক টেক সংস্থার সিইও সূচনা শেঠ। এবার জেলের মধ্যেই এক মহিলা পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে। যদিও এই ঘটনায় ওই বন্দির বিরুদ্ধে এখনও কোনও মামলা দায়ের করা হয়নি বলেই জানা যাচ্ছে পুলিশের তরফে।

জেল পুলিশের তরফে জানা গিয়েছে, জেলের মধ্যে পুলিশের অনুমতি ছাড়া মহিলা বন্দিদের ইনওয়ার্ড রেজিস্টার কেড়ে নেন সূচনা। এই ঘটনায় অভিযুক্ত সূচনার উপর ক্ষুব্ধ হল মহিলা কনস্টেবল। কথা বলার সময় কনস্টেবলকে গালিগালাজ করতে শুরু করেন সূচনা। এরপরই চড়াও হন পুলিশের উপর। এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি মারতে থাকেন পুলিশ কর্মীকে। তাঁর চুলের মুঠি ধরে মেঝেতে ঠুকে দেওয়া হয়। অতর্কিত এই হামলায় রীতিমতো আহত হন ওই পুলিশকর্মী। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ বাকি নিরাপত্তারক্ষীরা এসে উদ্ধার করেন ওই মহিলা পুলিশ কনস্টেবলকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে ৪ বছরের ছেলেকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা সূচনা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গোয়ার এক হোটেলে ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন বিবাহ বিচ্ছিন্না মহিলা সূচনা। অভিযোগ, সেখানেই ছেলের মুখে বালিস চাপা দিয়ে তাঁকে খুন করেন তিনি। এর পর বাঁ হাতের কবজি কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সূচনা। কিন্তু পরক্ষণেই মত বদলান।
ছেলের দেহ ব্যাগে ঢুকিয়ে একটি ক্যাব ধরে গোয়া থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু তাঁকে ধরিয়ে দেয় আত্মহত্যার চেষ্টাই! পুলিশ সূত্রে জানা যায়, তাঁর অ্যাপার্টমেন্ট থেকে রক্তমাখা তোয়ালে উদ্ধার হয়। তাঁর কবজি থেকে ক্ষরিত রক্তই তোয়ালেতে লেগেছিল। আর তা দেখেই নড়েচড়ে বসে পুলিশ। শেষপর্যন্ত ক্যাবটির সন্ধান পেতেই চালককে থানায় গাড়ি আনতে বলা হয়। এর পরই গ্রেপ্তার করা হয় সূচনাকে। এবার জেলবন্দি অবস্থায় এক মহিলা পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।