shono
Advertisement
Bengaluru

প্রেমপ্রস্তাবে সাড়া না দেওয়ার 'অপরাধ'! মাঝরাস্তায় তরুণীর শ্লীলতাহানি 'প্রেমিকে'র

পুলিশ গ্রেপ্তার করেছে গুণধরকে।
Published By: Biswadip DeyPosted: 01:58 PM Dec 24, 2025Updated: 02:42 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরদুপুর। মাঝরাস্তা। প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় বেঙ্গালুরুতে (Bengaluru) শ্লীলতাহানির কবলে এক তরুণী! পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তর বিরুদ্ধে নির্যাতিতার পোশাক ছিঁড়তে চেষ্টা করারও অভিযোগ। এমনকী, তরুণীর মাথাতেও আঘাত করার অভিযোগ রয়েছে অভিযুক্তর বিরুদ্ধে।

Advertisement

ঠিক কী ঘটেছিল? তরুণী জানাচ্ছেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর ওই যুবকের সঙ্গে তাঁর আলাপ। ইনস্টাগ্রামের সূত্রেই পরিচয়। কিন্তু ক্রমেই বিষয়টা গড়ায় অন্যদিকে। তরুণীকে নাকি বারবার প্রেমপ্রস্তাব দিতে থাকেন যুবকটি। রীতিমতো চাপ দেওয়া হতে থাকে। পরবর্তী সময়ে তরুণী টেলিকলারের চাকরি ছেড়ে এক পিজিতে উঠে যান। কিন্তু যুবক এখানেও তাঁকে ধাওয়া করতে থাকে।

গত সোমবার বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় বলেই অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওইদিন দুপুর ৩টে ২০ মিনিট নাগাদ জ্ঞানজয়ন্তী নগরের কাছে উল্লাল মেন রোডে আচমকাই তরুণীকে জোর করতে থাকেন যুবক। তিনি বাধা দিলে সেখানেই তাঁর শরীরের গোপন অংশে হাত দেওয়ার চেষ্টা করতে থাকেন। পাশাপাশি তাঁর পোশাক ধরে টেনে সেটা ছিঁড়েও ফেলতে চান তিনি। মাথায় আঘাত করেন। রাস্তার মধ্যেই আতঙ্কে চিৎকার করতে থাকেন নির্যাতিতা। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। পুলিশ তল্লাশি শুরু করে। এবং গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় বেঙ্গালুরুতে শ্লীলতাহানির কবলে এক তরুণী!
  • পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
  • অভিযুক্তর বিরুদ্ধে নির্যাতিতার পোশাক ছিঁড়তে চেষ্টা করারও অভিযোগ।
Advertisement