shono
Advertisement
Iran-Israel War

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ, ভারতে চড়চড়িয়ে বাড়বে তেলের দাম? কী জানাল কেন্দ্র

ইরান-ইজরায়েলের মধ্যে ক্ষেপনাস্ত্র হামলার জেরে ভারতে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
Published By: Gopi Krishna SamantaPosted: 01:30 AM Jun 20, 2025Updated: 01:30 AM Jun 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধ জিগিরের মধ্যে ভারতে জ্বালানি তেলের দাম  বাড়বে!  সেই আশঙ্কা ওড়ালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যেমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে। তাই এখনই জ্বালানি তেলের দাম বাড়ার কোনও সম্ভাবনা নেই।

Advertisement

গত এক সপ্তাহ ধরে ইরান-ইজরায়েলের মধ্যে ক্ষেপনাস্ত্র হামলার জেরে ভারতে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে পুরী বলেন, “বর্তমানে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম রয়েছে ৭৬ মার্কিন ডলার। এটা এমন কিছু বেশি নয়।” তাঁর কথায়, “মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে। তাই এখনই ভারতের বাজারে দাম বাড়ার কোনও সম্ভাবনা নেই।”

উল্লেখ্য, ইরান থেকে ১৫৭ ব্যারেল অপরিশোধিত তেল বাজারে আসে। যা বিশ্বের ১২ শতাংশ তেলের চাহিদা মেটায়। ইরান-ইজরায়েল সরাসরি সংঘাতে জড়ানোর ফলে মনে করা হয়েছিল ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বাড়তে চলেছে। যদিও বর্তমানে এমনটা হওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।

পুরী জানিয়েছেন, ইরান-ইজরায়েল সংঘাতে জড়ালেও দু’দেশের তরফেই এখনও পর্যন্ত বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কারগুলিতে আঘাত আনা হয়নি। প্রসঙ্গত, ইরানের দক্ষিণ উপকূল বরাবর হরমুজ প্রণালী হয়ে প্রায় ১ কোটি ৮০ লক্ষ থেকে ২ কোটি ১০ লক্ষ ব্যারেল তেল ও তৈলজাত পণ্য পরিবহণ করা হয়। যুদ্ধ পরিস্থিতিতে সেই পরিবহণে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তবে যাই হোক মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে এখনই ভারতে তেলের দাম বাড়ছে না বলে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি বলেন, “আগে বিশ্বের ২৭টি দেশের কাছ থেকে জ্বালানি তেল কিনত ভারত। তবে এখন ৪১টি দেশের কাছ থেকে তেল কেনা হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধ জিগিরের মধ্যে ভারতে জ্বালানি তেলের দাম  বাড়বে! 
  • সেই আশঙ্কা ওড়ালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।
  • তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে। তাই এখনই জ্বালানি তেলের দাম বাড়ার কোনও সম্ভাবনা নেই।
Advertisement