shono
Advertisement
Bihar

বিহারেই সম্ভব! ষাটের প্রেমিকাকে নিয়ে চম্পট পঁয়ত্রিশের যুবকের, বাসস্ট্যান্ডে জুটল ঠ্যাঙানি!

প্রেমের সম্পর্ক শুরু হয় একটি মিসড কল দিয়ে। অবশেষে, বাসস্ট্যান্ডে ধরা পরে প্রেমিকের কপালে জুটল বেধরক মার।
Published By: Anustup Roy BarmanPosted: 07:28 PM Jan 15, 2026Updated: 07:37 PM Jan 15, 2026

প্রেম যে বয়সের বাধা মানে না তা ফের একবার প্রমাণ হল। এবার নজরে বিহার। বিহারের এই প্রেমের গল্প এখন সোশ্যাল মিডিয়ায় সবথেকে আলোচিত বিষয়। ৬০ বছর বয়সী এক মহিলা এবং ৩৫ বছর বয়সী এক পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয় একটি মিসড কল দিয়ে। অবশেষে, বাসস্ট্যান্ডে ধরা পরে প্রেমিকের কপালে জুটল বেধরক মার।

Advertisement

জানা গিয়েছে, ৬০ বছরের ওই মহিলা এবং তাঁর ৩৫ বছরের প্রেমিক ভকিল মিশ্রর প্রেম শুরু হয় প্রায় চার মাস আগে। একটি 'ভুল নম্বরে' ফোন কলের মাধ্যমে শুরু হয় সম্পর্ক। সেই ভুল ফোনেই ওই মহিলার সঙ্গে ভকিল মিশ্রের প্রথম কথোপকথন শুরু হয়। পরবর্তী তা গড়ায় প্রেমের সম্পর্কে।
ফোনের প্রেমপর্ব পেরিয়ে অবশেষে তাঁরা ভাগলপুর রেলওয়ে স্টেশনে দেখা করার সিদ্ধান্ত নেন। সেখান থেকে তারা দু'জনে লুধিয়ানা চলে যান। লুধিয়ানাতেই পারস্পরিক সম্মতিতে তাঁরা বিয়ে করেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ১১ জানুয়ারী বিহারের অমরপুর বাস স্ট্যান্ডে ওই মহিলার স্বামী এবং ছেলে প্রেমিক-প্রেমিকাদের হাতেনাতে ধরে ফেলে। তখনই এই প্রেমের বিষয়টি সকলের সামনে আসে। তাদের একসঙ্গে দেখে, বাস স্ট্যান্ডেই ভকিল মিশ্রের উপর হামলা চালায় মহিলার স্বামী এবং ছেলে। স্বামী বা ছেলে কেউই ওই মহিলার সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। দ্রুত ভিড় জমে যায় স্ট্যান্ডে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ঘটনা।

ভিডিওতে দেখা গিয়েছে তরুণ প্রেমিককে জড়িয়ে ধরে কাঁদছেন ওই মহিলা। বাসস্ট্যান্ডেই চিৎকার করে বলছেন, 'এ আমার স্বামী। আমি তাঁকে স্বেচ্ছায় বিয়ে করেছি।' অবশেষে, স্থানীয়রা মিলে ওই মহিলার স্বামী এবং ছেলে থামায়। এরপরেই সকলকে অমরপুর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের প্রশ্নের জবাবে ওই মহিলাটি জানান, তিনি এবং তাঁর প্রেমিক একসঙ্গে থাকতে শুরু করেছেন। সমস্যার সম্ভাবনা থাকায় পুলিশ তাঁদের দু'জনকেই হেপাজতে নিয়েছে। পুলিশ জানিয়েছে এই মামলার আইনি দিকগুলি খতিয়ে দেখছে তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement