shono
Advertisement
Yogi Adityanath

'চিপস খাব', ছুটে এসে আবদার শিশুর! শুনে কী করলেন যোগী? ভাইরাল ভিডিও

খিচুড়ি উৎসবে যোগ দিতে এদিন বাবা গোরক্ষনাথ মন্দিরে গিয়েছিলেন যোগী। মন্দিরে এসে প্রার্থনা করার পর নিজের আসনে বসে সকলের সঙ্গে কথা বলেন। এমন সুযোগ পেয়ে অনেকেই নিজেদের মনের কথা খুলে বলেন যোগীকে।
Published By: Biswadip DeyPosted: 10:59 PM Jan 15, 2026Updated: 10:59 PM Jan 15, 2026

শৈশব এক সরল বিশ্ব। শিশুর সরলতার এক চমৎকার ভিডিও ভাইরাল হয়েছে নেটবিশ্বে। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে একটি শিশুকে কানে কানে চিপস খাওয়ার আবদার করতে দেখা গিয়েছে। যা শুনে হেসে গড়িয়ে পড়েন যোগী। সামনে উপস্থিত লোকেরাও অসম্ভব মজা পেয়েছেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও তা দেখে মজা পেয়েছেন। সাধারণ নেটদুনিয়ায় যা ভাইরাল হয়, তার সিংহভাগই বিতর্কিত। তারই মাঝে এমন এক অনাবিল সারল্যের ভিডিও দেখে সকলেই খুশি।

Advertisement

বাবা গোরক্ষনাথ মন্দিরে গিয়েছিলেন যোগী। সেখানে খিচুড়ি উৎসবে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভক্ত ও সাধারণ দর্শকদের সামনে বসেছিলেন নিজস্ব আসনে। কথা বলছিলেন সকলের সঙ্গে। শুনছিলেন লোকজনের কথাও। সেই সময়ই সেখানে হাজির হয় ছোট্ট শিশুটি। সে যোগীর কানে কানে কিছু বলে। প্রথমে তিনি আধো স্বরের আবদার ঠিক বুঝতে পারেননি। পরে নিজেই হাসিমুখে বলে ওঠেন, ''চিপস?'' যা শুনে সকলে হেসে ওঠে। হাসতে থাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজেও। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, শিশুটির সারল্য মন জিতে নিয়েছে তাঁর।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে শিশুটি কানে কানে চিপস খাওয়ার আবদার করে। যা শুনে হেসে গড়িয়ে পড়েন যোগী। সামনে উপস্থিত লোকেরাও অসম্ভব মজা পেয়েছেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ার কল্যাণে। নিমেষে ভাইরাল হয়ে যায়। 

ভাইরাল ভিডিওটি দেখে বহু নেটিজেনই পজিটিভ মন্তব্য করেছেন। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কোনও ভিডিওয় এমন শৈশবের সরল সৌন্দর্য ফুটে উঠলে তা যেন একটা অন্য রকম মেজাজ তৈরি করে। নিঃসন্দেহে ভিডিওটি সকলেরই পছন্দ হওয়ার পিছনে এটা অন্যতম কারণ।

এদিকে এদিন সকালে মুখ্যমন্ত্রী মন্দিরে এসে প্রার্থনা করেন। পরে তিনি নিজের আসনে বসে সকলের সঙ্গে কথা বলেন। এমন সুযোগ পেয়ে রাজ্যের বহু বাসিন্দাই নিজেদের মনের কথা খুলে বলেন যোগীকে। তিনিও হাসিমুখে সকলের সঙ্গে কথা বলেন দীর্ঘক্ষণ। নিজের মতামতও জানান। কিন্তু একথা মানতেই হবে, শিশুটির সঙ্গে তাঁর কথোপকথনের দৃশ্যটিই ছিল এদিনের সেরা দৃশ্য। যা সোশাল মিডিয়ার কল্যাণে আসমুদ্র হিমাচলের কাছে পৌঁছে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement