সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে এনডিএ সরকার গঠনের পর এবার সাধারণ মানুষকে কাছে টানতে উদ্যোগী হয়েছে নীতীশ সরকার। এবার নতুন উদ্যোগের কথা জানিয়েছেন নীতীশ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শনিবার শনিবার জানিয়েছেন, বয়স্ক মানুষকে তাদের বাড়িতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প।
জানা গিয়েছে, 'নীতিশের সাত নিশ্চয়ে'র মধ্যে থাকা প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে নীতীশ লিখেছেন, "রাজ্যের দরিদ্র প্রবীণ নাগরিকদের প্রয়োজনের সময় বাড়িতেই স্বাস্থ্যসেবা দেওাই আমাদের প্রচেষ্টা। এর মধ্যে রয়েছে নার্সিং সহায়তা, বাড়িতেই প্যাথলজি পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, ইসিজি পরীক্ষা, ফিজিওথেরাপি এবং জরুরি পরিস্থিতিতে অন্যান্য ধরণের চিকিৎসা সহায়তা।"
স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, বয়স্ক মানুষদের জন্য এই পরিষেবা চালু করতে হবে দ্রুত। নীতীশ আরও লিখেছেন, নভেম্বর মাসে সরকারে আসার পর থেকেই সকল মানুষের এবং সকল ক্ষেত্রের উন্নতির চেষ্টা করছে তাঁর সরকার।
কিছুদিন আগেই, বিহার সরকার নাগরিকদের সাত নিশ্চয়-৩ এর অধীনে নীতি নির্ধারণের জন্য সরাসরি নিজেদের চাহিদা জানানোর সুযোগ দিয়েছে। জানা গিয়েছে, এই উদ্যোগ দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করার, সমাজের সকল শ্রেণীর জন্য নিরাপদ এবং অ্যাক্সেসযোগ্য পরিষেবা নিশ্চিত করার জন্য সকলের পরামর্শ চেয়েছে সরকার। আধিকারিকরা জানিয়েছেন, এর মাধ্যমে দৈনন্দিন জিবনের সমস্যাগুলিকে চিহ্নিত করে নাগরিকদের অভিজ্ঞতার ভিত্তিতে সমস্যার বাস্তবসম্মত সমাধান তৈরির চেষ্টা করবে সরকার।
এর মধ্যেই ছিল বয়স্ক মানুষের জন্য বাড়িতেই চিকিৎসা পরিষেবার কথা। এই ঘটনাকে 'ঐতিহাসি গণতান্ত্রিক পরীক্ষা' বলেছেন আধিকারিকরা। তাঁদের দাবি, এর মাধ্যমে সাধারণ জনগন এবার থেকে শুধু আর উপভোক্তা নন। তাঁরা এবার থেকে সরকারি যোজনা তৈরিতে সরাসরি ভূমিকা নেবেন। ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে বিহারকে উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
