shono
Advertisement
Umar Khalid

'টুকরে টুকরে গ্যাং-এর মদতদাতা কংগ্রেসের মুখে চড়', খালিদ প্রসঙ্গে তোপ বিজেপি-র

খালিদ এবং ইমামকে ভারত বিভাজনকারী শক্তির 'পোস্টার বয়' বলে দাবি করেছে বিজেপি।
Published By: Anustup Roy BarmanPosted: 02:41 PM Jan 05, 2026Updated: 05:19 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালের দিল্লি দাঙ্গার ঘটনায় UAPA মামলায় অভিযুক্ত উমর খালিদ (Umar Khalid) এবং শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরেই সরাসরি কংগ্রেসকে আক্রমণ শুরু করেছে বিজেপি। সোমবার বিজেপি বলেছে, উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন নাকচ হওয়া কংগ্রেসের মুখে "বড় চড়"। বিজেপির দাবি, দেশের বিরোধী দলকে 'টুকরে-টুকরে গ্যাং'-কে সমর্থন করার জন্য ক্ষমা চাইতে হবে।

Advertisement

খালিদ এবং ইমামকে ভারত বিভাজনকারী শক্তির 'পোস্টার বয়' বলে দাবি করেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, অভিযুক্তদের রক্ষা করার জন্য তাদেরকে 'নিরপরাধ' হিসেবে দেখানোর চেষ্টা করছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে বিজেপি-র জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'সত্যমেব জয়তে'। তিনি আরও লেখেন, 'উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন খারিজ করেছে সুরপিম কোর্ট। প্রাথমিক অভিযোগ সত্যি।' তাঁর দাবি, 'আফজল থেকে উমর থেকে শারজিল, টুকড়ে টুকড়ে গ্যাং-কে সমর্থন করার জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত।

বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, শীর্ষ আদালতের সিদ্ধান্ত রাহুল গান্ধী এবং কংগ্রেসের মুখে 'বড় চড়'। তাঁর অভিযোগ, 'টুকড়ে টুকড়ে গ্যাং'-এর 'পোস্টার বয়' উমর খালিদ এবং শারজিল ইমামকে 'নিরিহ নিরপরাধ' হিসেবে দেখানোর চেষ্টা করেছে কংগ্রেস। তাঁর দাবি, আদালত এবং মানুষের সামনে গান্ধীর 'শহুরে নকশাল'রা হেরে গিয়েছে।

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লিতে হওয়া দাঙ্গার ঘটনায় ষড়যন্ত্রের পরিকল্পনা ও দাঙ্গা সংগঠিত করার ক্ষেত্রে খালিদ এবং ইমামের কেন্দ্রীয় ভূমিকার কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ তাঁদের জামিন খারিজ করেছে। যদিও, বাকি পাঁচ অভিযুক্তের ক্ষেত্রে বিচার শুরু আগে কারাবাসে রাখা প্রয়োজন নেই। তাঁদেরকে কিছু শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কংগ্রেসকে আক্রমণ শুরু করেছে বিজেপি।
  • জামিন নাকচ হওয়া কংগ্রেসের মুখে "বড় থাপ্পর"।
  • বিজেপির দাবি, দেশের বিরোধী দলকে ক্ষমা চাইতে হবে।
Advertisement