shono
Advertisement
BJP

এবার দুয়ারে বিজেপি! ভোটের আগে ১০০ দিনের কাজ 'ভিবি জি রামজি' নিয়ে গ্রামাঞ্চলে প্রচার

১০০ দিনের কাজের নাম থেকে 'মহাত্মা' মুছে দেওয়ায় তৃণমূল আন্দোলনে নেমেছে।
Published By: Sucheta SenguptaPosted: 02:12 PM Jan 05, 2026Updated: 05:10 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামের রাজনীতি! সদ্যই নাম বদলেছেন দরিদ্রদের কর্মসংস্থানে উপযোগী ১০০ দিনের কাজে কেন্দ্রীয় প্রকল্পের। MGNREGA অর্থাৎ প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীকে বাদ দিয়ে এখন তা হয়েছে 'ভিবি জি রামজি'। এনিয়ে রাজনীতি কম হয়নি। নামবদলের ঘোর বিরোধিতা করেছে বাংলার শাসকদল তৃণমূল। এখন সেই নাম নিয়ে ভোটমুখী রাজ্যগুলিতে এখন প্রচারে নামছে বিজেপি। জানা গিয়েছে, বাংলা থেকে শুরু করে অসম, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে 'ভিবি জি রামজি' প্রকল্প নিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বোঝাবেন বিজেপি নেতারা। বিশেষ নজর দেওয়া হচ্ছে গ্রামাঞ্চলে। ১০০ দিনের কাজ মূলত গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যেই।

Advertisement

সদ্যসমাপ্ত শীতকালীন অধিবেশনে সংখ্যাধিক্যের জেরে ১০০ দিনের প্রকল্পের নামবদল করেছে বিজেপি। পাশাপাশি বৃহত্তর হয়েছে প্রকল্প। বছরে ১০০ দিনের বদলে কর্মদিবস করা হয়েছে ১২৫। বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশ, এই বাড়তি কর্মদিবস নিয়েই প্রচারে জোর দিতে হবে। গ্রামে গ্রামে কেন্দ্রের এই জনদরদী প্রকল্প সম্পর্কে ওয়াকিবহাল করতে হবে। আর সেই নির্দেশকে সামনে রেখেই ভোটমুখী রাজ্যগুলি থেকে প্রচার শুরু করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, সম্প্রতি এই প্রচার কর্মসূচি চূড়ান্ত করতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, নবনিযুক্ত কার্যকরী সভাপতি নীতিন নবীন এবং সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ বৈঠকে বসেছিলেন। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদরাও।

১০০ দিনের কাজে বাংলার বকেয়া চেয়ে বরাবর কেন্দ্রবিরোধী আন্দোলনে সরব তৃণমূল। এনিয়ে বহু প্রতিবাদ হয়েছে, তা আজও চলছে। তবে এবার 'রামজি' নামের আড়ালে রাম-মাহাত্ম্য প্রচারে বিজেপির অভিসন্ধিমূলক রাজনীতির অভিযোগ তুলে প্রচারে শুরু করবে কংগ্রেসও। তারা 'গ্রাম জি' বলে প্রচার করবে। বিজেপির কৌশল, বিরোধীদের এসব প্রচারের ঠিক বিপরীত বয়ান তৈরি করে ১০০ দিনের কাজের জনপ্রিয়তাকে তুলে ধরতে জোর দেওয়া। তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, যতই ১০০ দিনের কাজের প্রচারে দুয়ারে দুয়ারে যাক বিজেপি, কোনওভাবেই এনিয়ে বাংলার জনতার মন বা সমর্থন পাওয়া সহজ নয়। কর্মীরা সকলেই কাজ করা সত্ত্বেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এমনকী দল বেঁধে দিল্লির দরবারে গিয়েও সেই বকেয়া আদায় করা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০০ দিনের কাজ 'ভিবি জি রামজি' নিয়ে গ্রামাঞ্চলে প্রচারে বিজেপি।
  • ভোটমুখী রাজ্যগুলির দুয়ারে দুয়ারে প্রচারের পরিকল্পনা।
  • শীর্ষ নেতৃত্বের নির্দেশে কাজ করতে ঝাঁপাচ্ছেন কর্মীরা।
Advertisement