shono
Advertisement

অবশেষে কর্ণাটকের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, আধিক্য দলবদলুদের, বাদ বহু বিধায়ক

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারল না বিজেপি।
Posted: 09:56 PM Apr 11, 2023Updated: 09:59 PM Apr 11, 2023

নন্দিতা রায়, নয়াদিল্লি: দীর্ঘ টানাপোড়েন, আলোচনা-পর্যালোচনার পর অবশেষে কর্ণাটক নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ২২৪ আসনের মধ্যে প্রথম দফায় ১৮৯ জন প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। অর্থাৎ নির্বাচনের চার সপ্তাহ আগেও পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করে উঠতে পারল না গেরুয়া শিবির।

Advertisement

মঙ্গলবার যে ১৮৯ জনের নাম ঘোষণা করা হল, সেই তালিকা নিয়েও চাপ বাড়তে পারে বিজেপির উপর। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক এদিন জানিয়েছেন, এই ১৮৯ জনের মধ্যে ৫২ জন নতুন মুখ। কিন্তু যেটা তিনি বলেননি, সেটা হল এই নতুন মুখগুলি অধিকাংশই কংগ্রেস থেকে আসা দলবদলু। যারা কংগ্রেসে টিকিট না পেয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। এদের টিকিট দিতে গিয়ে দলের বর্তমান বেশ কিছু বিধায়ককে বাদ দিয়েছে গেরুয়া শিবির।

[আরও পড়ুন: ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দিতে হবে, কেন্দ্রকে নীতি প্রণয়নের নির্দেশ সুপ্রিম কোর্টের]

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিজেপির (BJP) প্রার্থী তালিকায় বহু পুরনো নেতার নাম কাটা গিয়েছে। যাঁদের মধ্যে অনেকেই নির্দল হয়ে লড়তে পারেন। প্রাথমিক প্রার্থী তালিকায় বিজেপি জোর দিয়েছে অনগ্রসর জাতির উপর। ১৮৯ জনের তালিকায় ৩২ জন অনগ্রসর, এবং ৩০ জন তফসিলি প্রার্থী আছেন। সদ্যই কর্ণাটকে ওবিসিদের জন্য সংরক্ষণ বাড়িয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই ওবিসি (OBC) ভোটের দিকে নজর রয়েছে। হেভিওয়েট নেতাদের মধ্যে মুখ্যমন্ত্রী বোম্বাই এবারও নিজের পুরনো কেন্দ্র শিগগাঁও থেকে লড়বেন। অন্যান্যদের মধ্যে রমেশ জারকিহলি এবং এম কার্জল লড়বেন গোকাক এবং মুধল থেকে। কংগ্রেসের সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে সাংসদ সোমলতাকে। 

[আরও পড়ুন: ‘সতর্কতামূলক গ্রেপ্তারি’ আইন ঔপনিবেশিক, রাষ্ট্রকে অসীম শক্তিশালী করতে পারে: সুপ্রিম কোর্ট]

বাসবরাজ বোম্বাই এবং ইয়েদুরাপ্পার দ্বন্দ্বের জেরে বিজেপির প্রার্থী ঘোষণা এতদিন আটকে ছিল। এখনও বহু আসনে প্রার্থী নিয়ে তাঁরা ঐক্যমত হতে পারেননি। সেকারণেই পূর্ণাঙ্গ তালিকা বিজেপি ঘোষণা করতে পারল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement