সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণ্য সঞ্চয়ে বেরিয়ে বেহাল অবস্থা বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির। কাঁওয়ার যাত্রায় অংশ নিয়ে সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল কাঁধে গিয়েছিলেন বাবা বৈদ্যনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। খালি পায়ে ১১০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা পাড়ি দিতে গিয়ে নাজেহাল অবস্থা হল বিজেপি সাংসদের। মাঝপথেই ফোস্কা পড়ে ফুলে গেল পা। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে শেষপর্যন্ত হুইল চেয়ারে বসে বাকি সফর শেষ করেন তিনি। মনোজ তিওয়ারির সেই করুণ পরিস্থিতির ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ভোজপুরী সিনেমার জনপ্রিয় শিল্পী মনোজ তিওয়ারির ঈশ্বরভক্তি প্রশ্নাতীত। আগে একাধিকবার তিনি কানওয়ার যাত্রায় গেলেও রাজনীতির মাঠে পা রাখার পর গত ৩০ বছরে কোনও কাঁওয়ার যাত্রায় যোগ দেননি। অতীতের দুঃসাহসে ভর করে সম্প্রতি তিনি রওনা দিয়েছিলেন এই পুণ্যযাত্রায়। শুরুতে সবকিছুই ঠিকঠাক ছিল। বিরাট দলের সঙ্গে বেরিয়ে শিবের ভজন গান ও ব্যোম ভোলে স্লোগান দিতে দিতে বাবার ধামের উদ্দেশে রওনা দেন তিনি। তবে সমস্যা বাধে তারপর। গত ৩ আগস্ট সেই সফর সেরে দিল্লি ফিরে নিজের করুণ অবস্থার কথা সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন।
যেখানে দেখা যাচ্ছে, হুইল চেয়ারে বসে রয়েছেন সাংসদ মনোজ। পায়ে জড়ানো রয়েছে ব্যান্ডেজ। এর সঙ্গে রয়েছে সফর শুরু করার সময়ের স্বাভাবিক ছবি। এক্স হ্যান্ডেলে মনোজ লিখেছেন, 'জয় ভোলেনাথ, জয় বৈদ্যনাথ। অর্ধরাত্রিতে দিল্লি পৌঁছেছি। ১১০ কিলোমিটারের কানওয়ার যাত্রা। খালি পায়ে এই দীর্ঘপথ পাড়ি দিলাম। যে শক্তি আমায় চালিত করেছে, লক্ষ্যে পৌঁছে দিয়েছে। সে মহাদেব ছাড়া আর কেউ নয়।' একইসঙ্গে তিনি লেখেন, 'মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজি ফোন করে আমার খোঁজ নিয়েছেন। পায়ের ছাল উঠে গিয়েছে আমার। এই সফরের পর হৃদয়ে দৈব অনুভূতি তৈরি হয়েছে।'
