সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যে বিজেপি নেতার কাণ্ডে হুলস্থুল। পরকীয়া নিয়ে সন্দেহে স্ত্রী ও তিন সন্তানকে গুলি করলেন গেরুয়া নেতা যোগেশ রোহিল্লা। এই ঘটনায় গুলিবিদ্ধ মৃত্যু হয়েছে এক ছেলে ও ১১ বছরের মেয়ের। গুরুতর আহত স্ত্রী ও অন্য সন্তান। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, যোগীরাজ্যের সাহরানপুর জেলার প্রথম সারির বিজেপি নেতা যোগেশ। ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে অভিযুক্তকে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে ছুটে যান সাহরানপুরের এসএসপি রোহিত সাজওয়ান। রোহিত বলেন, পরকীয়া সম্পর্ক নিয়ে সন্দেহেই স্ত্রী এবং সন্তানদের লক্ষ্য করে গুলি চালান যোগেশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সন্তানের। স্ত্রী ও এক সন্তান গুরুতর আহত হন। তাঁদের সাহরানপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে গত কিছুদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন বিজেপি নেতা যোগেশ। এদিনের ঘটনার পর নিজেই পুলিশকে ফোন করে জানান। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে খবর। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়াতদন্তে পাঠানো হয়েছে। এদিকে ঘটনা প্রকাশ্যে আসা মাত্র গ্রামে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিজের স্ত্রী এবং সন্তানদের গুলি করে মারার ঘটনায় হতবাক স্থানীয়রা।