shono
Advertisement
BJP

স্কুলের শৌচালয়ে নাবালিকার যৌন হেনস্তায় অভিযুক্তকে প্রার্থী করল বিজেপি, জনরোষে বাধ্য হয়ে প্রত্যাহার

এটাই বিজেপির আসল রূপ, বলছে বিরোধীরা।
Published By: Subhajit MandalPosted: 07:02 PM Jan 10, 2026Updated: 07:02 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের বদলাপুর যৌন হেনস্তা কাণ্ডের স্মৃতি এখনও দগদগে। ২০২৪ সালের ১৬ আগস্ট ঠানের বদলাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শৌচালয়ে দুই খুদে পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। গোটা মহারাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছিল সেই মর্মান্তিক ঘটনা। অথচ দেড় বছর কাটতে না কাটতেই সেই ঘটনার মূল অভিযুক্তকে পুর নির্বাচনে প্রার্থী করল গেরুয়া শিবির। শেষে জনরোষে বাধ্য হয়ে প্রার্থী প্রত্যাহারও করতে হল।

Advertisement

সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। কুলগাঁও বদলাপুর পুরসভার একটি আসনের প্রার্থী হিসাবে তুষার আপ্টে নামের এক ব্যক্তির নাম ঘোষণা করে বিজেপি। কিছুক্ষণ পরই জানা যায়, ওই তুষার আপ্টে আসলে কুখ্যাত বদলাপুর যৌন কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত। বদলাপুরের যে স্কুলে যৌন হেনস্তার ঘটনা ঘটেছিল সেই স্কুলের প্রেসিডেন্টের সচিব ছিলেন তিনি। যৌন হেনস্তায় তাঁর নাম জড়ায়। পকসো ধারায় অভিযোগ দায়ের হয়। টানা ৪০ দিন পলাতকও ছিলেন তিনি। যদিও গ্রেপ্তারির ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে জামিন দেওয়া হয়।
এ হেন দাগী ব্যক্তিকে প্রার্থী করায় এলাকায় রীতিমতো জনরোষ তৈরি হয়। সোশাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে যায়। আসরে নেমে পড়েন বিরোধীরাও। এনসিপির পওয়ার শিবিরের নেত্রী সুপ্রিয়া শুলে সাফ বলে দিচ্ছেন, "বিজেপি নিজেদের সরকারের আসল রূপ দেখিয়ে দিল। নারী এবং শিশুদের অধিকারকে সব সরকার গুরুত্ব দেয়। কিন্তু বিজেপি এ হেন এক ব্যক্তিকে টিকিট দিয়ে প্রমাণ করে দিল তাঁরা অসংবেদনশীল, নারী সুরক্ষায় একেবারেই গুরুত্ব দেয় না।"

বিরোধী চাপ এবং জনরোষে পড়ে শেষে ওই প্রার্থীর নাম প্রত্যাহারে বাধ্য হয় বিজেপি। গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, শীঘ্রই ওই কেন্দ্রে নতুন করে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রের বদলাপুর যৌন হেনস্তা কাণ্ডের স্মৃতি এখনও দগদগে।
  • ২০২৪ সালের ১৬ আগস্ট ঠানের বদলাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শৌচালয়ে দুই খুদে পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।
  • গোটা মহারাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছিল সেই মর্মান্তিক ঘটনা।
Advertisement