Advertisement
ফের ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন হামলা? খামেনেইকে 'নিকেশ' করতে নীল নকশা ট্রাম্পের!
ইরানের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন ট্রাম্প।
ইরানের প্রতিবাদীদের পাশে দাঁড়িয়ে বিরাট সিদ্ধান্ত নেওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি খামেনেই প্রশাসন প্রতিবাদীদের উপর দমনপীড়ন চালিয়ে যায় তাহলে হামলা চালাতে দ্বিধা করবেন না তিনি। মধ্যপ্রাচ্যের দেশটির দিকে কড়া নজরও রাখছেন ট্রাম্প।
আয়াতোল্লা আলি খামেনেইয়ের সরকারের বিরুদ্ধে আন্দোলনে উত্তাল ইরান। রাজধানী তেহরানের সীমা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে। রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। মানবাধিকার সংস্থাগুলির মতে, অন্তত ৭২ জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে। ২৩০০ প্রতিবাদী আটক।
এই পরিস্থিতিতে আমেরিকায় বসে তেহরানের রাজপথ দখলের আহ্বান করেছেন সে দেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি (প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভির পুত্র)। তাঁর ডাকে সাড়া দিয়ে পথে নেমেছে হাজারে হাজারে মানুষ। ইরানের আমজনতার এমন সাড়া দেখে আপ্লুত পাহলভি।
ইরানের ক্ষুব্ধ জনতার কাছে তাঁর অনুরোধ, আগামী দিনেও যেন একই ভাবে রাস্তায় নেমে বিক্ষোভ হয়। পাহলভির বার্তা, “এখন শুধু রাস্তা নামাই আমাদের কাজ নয়। এবার শহরের মধ্যমণি দখল করতে হবে।"
একদিকে ইরানবাসীর ক্ষোভ যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে খামেনেই প্রশাসনের দমনপীড়ন। দেশজুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিদেশে ফোনে যোগাযোগও নিষিদ্ধ। এমনকি প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রতিবাদীরদের 'ঈশ্বরের শত্রু' হিসাবে অভিহিত করা হবে, যা কিনা ইরানের আইনে সর্বোচ্চ অপরাধ।
তেহরানের এমন কড়া বার্তার পরেই নাকি নড়েচড়ে বসেছেন ট্রাম্প। আমেরিকার বিখ্যাত সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর, ইরানের পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এখনও খামেনেই প্রশাসনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার কথা ভাবেননি তিনি।
তবে মার্কিন প্রশাসনের আধিকারিকরা মনে করছেন, ইরানে হামলার কথা ভাবছেন ট্রাম্প। রাজধানী তেহরান-সহ সেদেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে হামলা চালাতে পারে মার্কিন ফৌজ। আরও বেশ কিছু বিকল্পও ভেবে রাখছেন ট্রাম্প।
এখনই মার্কিন হামলার সম্ভাবনা কম। তবে নিউ ইয়র্ক টাইমসের মতে, আগামী কয়েকদিনে যদি প্রতিবাদীদের উপর খামেনেই প্রশাসন কঠোর দমনপীড়ন চালিয়ে যায় তাহলেই হামলার কথা ভাববে আমেরিকা। উল্লেখ্য, খামেনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কঠোর দমননীতি থেকে মোটেই সরবে না তাঁর প্রশাসন।
গত দেড় সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে আমজনতা-ইরানের সকলের মুখে একটাই স্লোগান, স্বৈরাচারীর পতন হোক, মোল্লাতন্ত্রের পতন হোক। তাঁদের দাবি, শাহ বংশের হাতে আবারও ফিরে যাক ইরানের শাসন।
Published By: Anwesha AdhikaryPosted: 12:41 PM Jan 11, 2026Updated: 12:41 PM Jan 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
