সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে চোখের সামনে স্বামীকে খুন হতে দেখেছিলেন তিনি। দু'বছর পর রবিবার দিল্লির শালিমার বাগ এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল সেই মহিলাকে। পুলিশের অনুমান, স্বামীকে হত্যার প্রমাণ মুছতেই খুন হতে হয়েছে স্ত্রীকে।
পুলিশ জানিয়েছে, নিহত হয়েছেন ৪৪ বছরের রচনা যাদব। তিনি শালিমার বাগের বাসিন্দা। এলাকার অধিবাসীদের কমিটির প্রেসিডেন্ট ছিলেন। দুষ্কৃতীরা কাছ থেকে মাথায় গুলি করে খুন করে মহিলাকে। ২০২৩ সালে তাঁর স্বামী বীজেন্দ্র যাদব খুন হন। বর্তমান সেই মামলার শুনানি চলছিল আদালতে। এর মধ্যেই খুন হলেন স্বামীকে হত্যার সাক্ষী স্ত্রী।
রচনা যাদব হত্যাকাণ্ড নিয়ে এক পুলিশকর্তার বক্তব্য, ২০২৩ লালে বীজেন্দ্র যাদব হত্যাকাণ্ডে অভিযুক্ত ভরত যাদব এবং আরও পাঁচ ব্যক্তি। পাঁচজন গ্রেপ্তার হলেও এখনও পলাতক মূল অভিযুক্ত ভরত। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রচনা ছিলেন বীজেন্দ্র যাদব হত্যাকাণ্ডের সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষী। মামলা দুর্বল করতে এবং বাকি সাক্ষীদের আতঙ্কিত করতে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে মহিলাকে!
প্রকাশ্যে এসেছে হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ। সেখানে পরিষ্কার ছবি উঠেছে হত্যাকারীর। একটি স্পোর্টস বাইকে চেপে রাস্তার মোড়ে অপেক্ষা করছিল দুই দুষ্কৃতী। কাছ থেকে রচনার মাথায় গুলি করে পালিয়ে যায় তারা। নিহত মহিলার বড় মেয়ে দাবি করেন, ভারত যাদবই তাঁর মাকে খুন করেছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ। প্রকাশ্য়ে নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
