shono
Advertisement
Chandrima Bhattacharya

দিল্লিতে প্রাক-বাজেট আলোচনা, বৈঠকে রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে সরব চন্দ্রিমা

১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা বকেয়া দ্রুত মেটানোর দাবিতে সরব মন্ত্রী।
Published By: Subhankar PatraPosted: 09:12 AM Jan 11, 2026Updated: 03:00 PM Jan 11, 2026

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: প্রাক-বাজেট আলোচনায় রাজ্যের বকেয়া মেটানো ও জিএসটি ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের কাছে সরব হলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। দিল্লির অশোকা হোটেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে রাজ্যগুলির বৈঠকে তিনি জানান, স্বাস্থ্য, পঞ্চায়েত-সহ বিভিন্ন খাতে রাজ্যের প্রায় ১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা বকেয়া দ্রুত মেটাতে হবে।

Advertisement

চন্দ্রিমা বলেন, জিএসটির হার কমানোয় সাধারণ মানুষের উপকার হয়েছে এতে রাজ্যের আপত্তি নেই। তবে এর ফলে রাজস্ব ঘাটতি বেড়েছে, যার ক্ষতিপূরণ কেন্দ্রকে দিতে হবে। এই দাবিতে বাংলা ছাড়াও একাধিক রাজ্য একমত। তাঁর প্রস্তাব, ক্ষতিপূরণের জন্য সেস বা সারচার্জ কেন্দ্র-রাজ্য ভাগাভাগি করা যেতে পারে, কারণ বিলাসবহুল পণ্যে সেস তুলে নেওয়ায় ক্ষতিপূরণের পথ সংকুচিত হয়েছে।

বৈঠকে আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের ভাতা সংস্কার, অপুষ্টি মোকাবিলায় বরাদ্দ বাড়ানো, গঙ্গা-পদ্মা ভাঙন রোধে অর্থ বরাদ্দ এবং জলবায়ু সংস্কারে স্পষ্ট বিভাগ ও গাইডলাইন নির্ধারণের দাবিও তোলেন তিনি। বৈঠকের পর বাংলায় বক্তব্য রাখতে গিয়ে বন্দেমাতরমের ১৫০ বছর উপলক্ষে বাঙালির গর্বের কথা তুলে ধরে রবীন্দ্রনাথ, নেতাজি ও বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানান চন্দ্রিমা ভট্টাচার্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাক-বাজেট আলোচনায় রাজ্যের বকেয়া মেটানো ও জিএসটি ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের কাছে সরব হলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
  • দিল্লির অশোকা হোটেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে রাজ্যগুলির বৈঠকে তিনি জানান, স্বাস্থ্য, পঞ্চায়েত-সহ বিভিন্ন খাতে রাজ্যের প্রায় ১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা বকেয়া দ্রুত মেটাতে হবে।
  • চন্দ্রিমা বলেন, জিএসটির হার কমানোয় সাধারণ মানুষের উপকার হয়েছে এতে রাজ্যের আপত্তি নেই।
Advertisement