shono
Advertisement

‘বিজেপির দয়ায় মুখ্যমন্ত্রী হলেন’, একযোগে নীতীশকে কটাক্ষ বিরোধীদের

জনতার রায়কে ধর্ষণ করেছে এনডিএ, কটাক্ষ আরজেডির।
Posted: 08:21 PM Nov 16, 2020Updated: 08:23 PM Nov 16, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শপথগ্রহণের দিনও বিরোধীদের কটাক্ষ থেকে রেহাই পেলেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। একজোট হয়ে বিরোধীদের খোঁচা, “বিজেপির দয়ায় মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ।” তাঁর মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

Advertisement

বিহার বিধানসভা নির্বাচনে শক্তি হারিয়েছে জেডিইউ (JDU)। জোটসঙ্গী বিজেপির (BJP) দখলে ৭৩টি আসন। সেখানে জেডিইউ পেয়েছে মোটে ৪৩টি আসন। রাজ্যের তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে নীতীশ কুমারের দল। তারপরেও নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে বিজেপি। যা কার্যত নজিরবিহীন। তবে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও দাবি করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন : সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ‘শক্তিহীন’ নীতীশ]

মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পরই জেডিইউর প্রাক্তন শরিক এলজেপি (LJP) প্রধান চিরাগ পাসওয়ানের কটাক্ষ, “বিজেপি আপনাকে মুখ্যমন্ত্রী (CM) বানাল। অনেক শুভেচ্ছা রইল। আশা করব প্রতিশ্রুতি পালন করবেন।” এরপর খোঁচা দিয়ে তিনি আরও বলেন, “আশা করব, এনডিএ (NDA) সরকার তাঁর মেয়াদ পূরণ করবে। আরও আপনিও সম্পূর্ণ সময়কালের জন্য মুখ্যমন্ত্রী পদে থাকবেন।” উল্লেখ্য, এবার দুই বিজেপি বিধায়ককে বিহারের উপমুখ্যমন্ত্রী করেছে এনডিএ। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার আদৌও পাঁচ বছর সময়কাল পূরণ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

[আরও পড়ুন : নীতীশের শপথের অপেক্ষায় প্রহর গুনছে বিহার, মন্ত্রিসভার তালিকা নিয়ে জল্পনা]

একই সুর শোনা গিয়েছে একসময় নীতীশ কুমার ঘনিষ্ঠ নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের গলাতেও। দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে এদিন টুইট করেন তিনি লেখেন, “বিজেপি নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতীশ কুমারজিকে শুভেচ্ছা।” এরপরই নীতীশ কুমারকে ‘ক্লান্ত ও রাজনৈতিকভাবে ক্ষুদ্র’ বলে কটাক্ষ করেন তিনি।

আরও একধাপ এগিয়ে বিজেপি ও নীতীশ কুমারকে তীব্র আক্রমণ করলেন আরজেডি প্রধান জগদানন্দ সিং। তাঁর কথায়, “জনাদেশকে ধর্ষণ করে মুখ্যমন্ত্রীর গদিতে বসলেন নীতীশ। এর আগে বিশ্বাসঘাতকতা করেছিলেন ক্ষমতার জন্য, এবার তো ডাকাতি করলেন উনি।”

শুভেচ্ছা জানিয়েও প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। টুইটারে তিনি লেখেন, “নিজের ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা ছেড়ে বিহারের মানুষের প্রত্যাশা পূরণ করবেন নীতীশজি। এনডিএ সরকারের ১৯ লক্ষ চাকরির প্রতিশ্রুতি পালন করতে মন দেবেন।” সবমিলিয়ে শপথগ্রহণের দিন নীতীশ কুমার কার্যত কাঁটার মুকুট মাথায় চাপালেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement