shono
Advertisement
Bombay High Court

নোট বাতিলের সাড়ে আট বছর পরও পুরনো টাকা বদলের সুযোগ! বড় রায় বম্বে হাই কোর্টের

কেন এতদিন বাদে নোট বাতিলের সুযোগ দিল আদালত?
Published By: Subhajit MandalPosted: 06:48 PM Mar 12, 2025Updated: 06:48 PM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল ২০১৬ সালের ৮ নভেম্বর। পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বদলে নেওয়ার জন্য আমজনতাকে সুযোগ দেওয়া হয়েছিল ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে প্রায় সাড়ে আট বছর আগে। এতদিন বাদেও ২০ লক্ষ টাকার পুরনো নোট বদলে নেওয়ার সুযোগ পেলেন মহারাষ্ট্রের কয়েকজন ব্যবসায়ীর। বম্বে হাই কোর্ট ওই ব্যবসায়ীকে ২০ লক্ষ টাকার নোট বদলে দেওয়ার নির্দেশ দিল।

Advertisement

আসলে নোট বাতিলের ঠিক পর পর মহারাষ্ট্রের কোলহাপুরের কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। ওই ব্যবসায়ীদের ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর আয়কর বিভাগ ওই টাকা বাজেয়াপ্ত করে। পরে ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় টাকাগুলি তাঁদের ফেরত দেওয়া হয়। কিন্তু ততদিনে নোট বদলের ডেডলাইন শেষ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই টাকা ব্যবসায়ীদের ফেরত দেওয়া হয় ২০১৭ সালের ১৪ জানুয়ারি।

ওই ব্যবসায়ীরা নিজেদের টাকা রিজার্ভ ব্যাঙ্কে বদলাতে গেলে সেটা আর বদলে দেওয়া হয়নি। অগত্যা নোট বদলের জন্য আদালতের দ্বারস্থ হন তারা। বুধবার বম্বে হাই কোর্টের বিচারপতি অতুল চান্দুকার ও বিচারপতি মিলিন্দ সাথায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ওই ২০ লক্ষ টাকার নোট বদলে দিতে হবে আরবিআইকে। আদালতের পর্যবেক্ষণ, যে সময় ওই নোটগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল, তখনও সেগুলি বদলের সুযোগ ছিল। আবার যে সময় ওই টাকা ফেরত দেওয়া হল তখন আর নোট বদলের সুযোগ ছিল না। তাই ওই টাকা রিজার্ভ ব্যাঙ্ককে বদলে দিতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল ২০১৬ সালের ৮ নভেম্বর।
  • পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বদলে নেওয়ার জন্য আমজনতাকে সুযোগ দেওয়া হয়েছিল ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
  • সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে প্রায় সাড়ে আট বছর আগে।
Advertisement