shono
Advertisement
Bangladesh

নথি ছাড়াই স্ত্রীকে নিয়ে বাংলাদেশে! ফেরার পথে ত্রিপুরার যুবককে বিএসএফের গুলি

স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে বেড়াতে গিয়েছিল ত্রিপুরার যুবক।
Published By: Paramita PaulPosted: 09:26 PM Feb 04, 2025Updated: 09:26 PM Feb 04, 2025

প্রণব সরকার, আগরতলা: স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে বেড়াতে গিয়েছিল ত্রিপুরার যুবক। ফেরার পথে বিএসএফ গুলি করে তাকে। সূত্রের খবর, পাচারকারী সন্দেহে তাকে গুলি করে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Advertisement

মৃতের নাম রনি আহমেদ। বাড়ি পুটিয়া ২ নং ওয়ার্ড এলাকায়। দুদিন আগে স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশ খাগড়া এলাকায় বেড়াতে গিয়েছিল রনি। তার কাছে কোনও বৈধ নথি নেই। মঙ্গলবার সন্ধ্যায় সে স্ত্রীকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পথে পুঠিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ১৫১ নং গেটে বিএসএফ গুলি ছোড়ে। রনিকে অবৈধ পাচারকারী ভেবে ভুল করেছিল বিএসএফ। স্ত্রীর সামনেই গুলিবিদ্ধ হয় সে।

চিৎকার শুনে সীমান্ত এলাকার লোকেরা ছুটে আসে। রনি আহমেদকে নিয়ে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আগরতলা ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় আহত রনিকে। পরে আগরতলা জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে তাকে।

প্রসঙ্গত, জানুয়ারির শুরুর দিকে বিশেষ দরকারে সীমান্তে গিয়ে বিপাকে ত্রিপুরার তিন যুবক। বিএসএফের অনুমতি নিয়ে বাংলাদেশের সীমান্তে গিয়ে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবির হেনস্তার শিকার হলেন তাঁরা। অভিযোগ, বিজিবি তাঁদের তল্লাশি করে। কিছু না পেয়ে অবশেষে বিএসএফের হাতে তাঁদের তুলে দেওয়া হয়। অবশেষে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিল তারা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে বেড়াতে গিয়েছিল ত্রিপুরার যুবক।
  • ফেরার পথে বিএসএফ গুলি করে তাকে।
  • সূত্রের খবর, পাচারকারী সন্দেহে তাকে গুলি করে বিএসএফ।
Advertisement