সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রে ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের আলুরি জেলায় তুলসীপাকালু গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্থানীয় সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের চিত্তুর থেকে তেলেঙ্গানার ভদ্রাচলমের শ্রীরাম মন্দিরে যাচ্ছিল বাসটি। তাতে ৩৫ জন যাত্রী ছিলেন। পুলিশ সূত্রের খবর, কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় পাহাড়ি এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি গভীর খাদে পড়ে যায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থালে আসে। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২০ জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করা হয়েছে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন। স্থানীয় প্রশাসনকে সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি।
