সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস পড়ে বিপত্তি৷ দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ জনের৷ নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷ ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্দ্যে৷ মৃতদের পরিজনদের প্রতি শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর৷
[মন্দির তৈরির দাবিতে অযোধ্যায় ২ লক্ষ করসেবক, শহরজুড়ে চাপা উত্তেজনা]
শনিবার দুপুরে কর্ণাটকের মান্দ্য থেকে পাণ্ডবপুরা যাচ্ছিল ওই বেসরকারি বাসটি৷ সরকারি স্কুল এদিন অর্ধদিবস খোলা থাকে৷ তাই ওই সময় বাসের অতিরিক্ত যাত্রীরাই ছিল স্কুল পড়ুয়া৷ মাঝপথেই বাসটি নিয়ন্ত্রণ হারায়৷ খালে পড়ে যায় বেসরকারি বাসটি৷ খালের জলে ডুবে যায় যাত্রীবাহী বাসটি৷ বাসের ভিতর আটকে পড়েন যাত্রীরা৷ বাস থেকে বেরোনোর চেষ্টা শুরু করেন বিপদগ্রস্ত বাসযাত্রীরা৷
[কাশ্মীরে ফের নৃশংসতা, পুলিশ আধিকারিককে অপহরণ করে খুন জঙ্গিদের]
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় বাসিন্দারা৷ তারাই তৎক্ষণাৎ উদ্ধারকাজে হাত লাগান৷ দড়ি দিয়ে বাসটিকে বাঁধা হয়৷ খাল থেকে বাসটিকে তোলার চেষ্টা করা হয়৷ খবর দেওয়া হয় পুলিশ আধিকারিকদের৷ ঘটনাস্থলে পৌঁছে বাস এবং বাসে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন৷ তবে ততক্ষণে একে একে ২৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে৷ আরও কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া৷ এখনও দুর্ঘটনাগ্রস্ত ওই বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ চলছে উদ্ধারকাজ৷
[মন্দির গড়তে অর্ডিন্যান্স আনবে না সরকার, চাপের মুখেও অনড় অমিত শাহ]
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী৷ নিহতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন তিনি৷ সঠিকভাবে বাস না চালানোর জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলেই অনুমান উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের৷
The post কর্ণাটকের মান্দ্যে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৫ appeared first on Sangbad Pratidin.