সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটিস পাঠানো হয়েছিল আগেই। কিন্তু কোনও পদক্ষেপ করেনি উইকিপিডিয়া। এবার জনপ্রিয় ওপেন সোর্স ওই প্ল্যাটফর্মের চার থেকে পাঁচজন সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করল মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখা। অভিযোগ, ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে ‘আপত্তিকর’ তথ্য প্রকাশ করার।
সম্প্রতি জানা গিয়েছিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের নির্দেশে পুলিশের তরফে নোটিস পাঠিয়ে ‘আপত্তিকর’ তথ্যগুলি মুছে দেওয়ার আর্জি জানানো হয় জনপ্রিয় অনলাইন এনসাইক্লোপিডিয়ার কাছে। আর তখনই জানানো হয়েছিল, তথ্য না সরালে আইনি পদক্ষেপ করা হবে। নোটিসে দাবি করা হয়েছিল, ওই ধরনের তথ্য থেকে সম্ভাজি মহারাজের হাজার হাজার ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে। কিন্তু সাইবার শাখা ১৫টি ইমেল পাঠানো সত্ত্বেও উইকিপিডিয়ার তরফে কোনও জবাব দেওয়া হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের ছবি ‘ছাভা’। ভিকি কৌশল, অক্ষয় খান্না অভিনীত এই ছবিটি সম্ভাজি মহারাজের জীবনের উপরে ভিত্তি করে তৈরি। আর সেই ছবি মুক্তির আবহেই এমন তথ্য বিকৃতির অভিযোগ ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। বিশেষ করে মহারাষ্ট্রে এই নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ছত্রপতি শিবাজির ছেলে সম্ভাজি ছিলেন তাঁর বাবার মতোই বীর যোদ্ধা। মারাঠা অস্মিতার এক অন্যতম প্রতীক হয়ে ওঠা এই যোদ্ধা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সামনেও স্থিতপ্রজ্ঞ ছিলেন। টানা প্রায় ছ’সপ্তাহ ধরে অত্যাচার সহ্য করেও ছিলেন অনমনীয়। সেই ইতিহাস আজও মারাঠাভূমের এক বীরগাথা হয়ে মানুষের মুখে মুখে ফেরে। মন এক নায়ককে ঘিরে তৈরি হিন্দি ছবিও সাফল্যের মুখ দেখেছে। আর এই আবহেই সেই সম্ভাজিকে নিয়েই বিতর্ক তৈরি হল। কাঠগড়ায় তোলা হল উইকিপিডিয়াকে। এখন দেখার, মামলা দায়ের হওয়ার পর ওই সংস্থা কী পদক্ষেপ করে।
