shono
Advertisement
Kerala Chief Minister's daughter

মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার অনুমতি কেন্দ্রের, চাপে কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন

কেরলের মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে কোটি টাকারও বেশি ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
Published By: Subhajit MandalPosted: 01:39 PM Apr 04, 2025Updated: 01:39 PM Apr 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের এক বছর আগে চাপে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর মেয়ের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র দিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রক টি বীনার বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়ে দেওয়ায় এবার জেলযাত্রার খাঁড়া তাঁর সামনে।

Advertisement

টি বীণা বিজয়নের মেয়ে হওয়ার পাশাপাশি কেরলের মন্ত্রী মহম্মদ রিয়াজের স্ত্রীও। গত বছর কেরলের স্থানীয় সংবাদমাধ্যমে তাঁর ‘দুর্নীতি’র খবর প্রকাশ্যে আসতেই কেরলে হইচই পড়ে যায়। জানুয়ারিতে এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক। তার পর দেখা গেল মার্চে মামলা রুজু করে ইডি। তবে কেন্দ্রীয় সরকারের অনুমতি না থাকায় এতদিন বীনার বিরুদ্ধে মামলা দায়ের কয়রা যায়নি। এবার সেই অনুমতি দিয়ে দিল কেন্দ্র। ফলে চাইলেই বিজয়নের মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে কেন্দ্রীয় সংস্থা।

টি বীণা নাকি গত তিনবছর ধরে মাসিক কিস্তিতে মোট ১ কোটি ৭২ লক্ষ টাকা পেয়েছেন কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (CMRL) নামে একটি সংস্থার কাছ থেকে। ওই সংস্থাকে মার্কেটিং, তথ্যপ্রযুক্তি এবং সফটওয়ার পরিষেবা দেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন বীণা ও তাঁর সংস্থা এক্স্যালজিক সলিউশন কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড।আয়কর দপ্তর জানিয়েছে, বিপুল টাকার বিনিময়ে কোনও পরিষেবাই দেননি বীণা বা তাঁর সংস্থা। বীণার সংস্থাকে টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিএমআরএল-এর ম্যানেজিং ডিরেক্টর।

যদিও সিপিএম (CPIM) বলছে, ইডির এই মামলা দায়ের স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিকভাবে কেরলে জমি তৈরি করতে না পেরে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে মুখ্যমন্ত্রীর উপর চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধানসভা নির্বাচনের এক বছর আগে চাপে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
  • তাঁর মেয়ের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র দিল কেন্দ্র।
  • কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রক টি বীনার বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়ে দেওয়ায় এবার জেলযাত্রার খাঁড়া তাঁর সামনে।
Advertisement