সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের পর তাঁর পরিবারের নিরাপত্তায় কোপ মোদি সরকারের। এতদিন 'জেড প্লাস' ক্যাটাগরির নিরাপত্তা পেতেন মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়ার জেরে এখন থেকে 'জেড ক্যাটাগরি'র নিরাপত্তা পাবেন তিনি। কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
নিয়ম অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা 'জেড প্লাস' ক্যাটাগরির নিরাপত্তা পান। যদিও এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সময়ে সময়ে খতিয়ে দেখা হয় যে ব্যক্তি নিরাপত্তা পাচ্ছেন তাঁকে ঠিক কোন ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া উচিত। সেই সমীক্ষার পরই গুরশরণ কৌরের নিরাপত্তা একধাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছে শাহের মন্ত্রক। 'জেড প্লাস' নিরাপত্তা অনুযায়ী, সিআরপিএফ জওয়ানরা কৌরের নিরাপত্তায় নিযুক্ত থাকবেন। তিনি কোথাও গেলে তাঁর সঙ্গে সর্বদা থাকবেন বন্দুকধারী ৬ জওয়ান। সর্বদা ২ জন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে তাঁর বাসভবনে।
অবশ্য মনোমোহন সিং ও তাঁর স্ত্রীর নিরাপত্তা কমানোর ঘটনা এই প্রথমবার নয়। ২০১৯ সালে তাঁদের নিরাপত্তা কমিয়েছিল মোদি সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে এসপিজি নিরাপত্তা পেতেন তাঁরা। তবে তা কমিয়ে করা হয় 'জেড প্লাস'। কেন্দ্র নিয়ম আনে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যই বহাল থাকবেন এসপিজি জওয়ানরা। বাকিদের জন্য থাকবে সর্বোচ্চ 'জেড প্লাস'। এবার সেই নিরাপত্তাও কমিয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সরকারের দাবি, নিরাপত্তা সংক্রান্ত সমীক্ষার পর সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালে ইউপিএ সরকারে দেশের প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। ২০০৯ সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুবার, সব মিলিয়ে ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। গত বছরের ২৬ ডিসেম্বর ৯২ বছর বয়সে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।